Home আন্তর্জাতিক শ্রীলঙ্কার চা নিয়ে লেবাননে তোলপাড় কাণ্ড!

শ্রীলঙ্কার চা নিয়ে লেবাননে তোলপাড় কাণ্ড!

অনলাইন ডেস্ক : বৈরুত বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের জন্য ১৬৭৫ কেজি চা-পাতা পাঠিয়েছিল শ্রীলঙ্কা। সেই চা-পাতা লেবাননের প্রেসিডেন্ট মিশেল আওন বিতরণ করেছেন তার নিরাপত্তাকর্মীদের পরিবারের মাঝে।

বৈরুতে গত ৪ আগস্ট বিস্ফোরণে ১৯০ জনেরও বেশি মানুষ মারা যায়। আহত হন অনেকে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের জন্য শ্রীলঙ্কা সরকার যে চা পাতা পাঠিয়েছিল তা নিয়ে এখন লেবাননের রাজনীতির ময়দান উত্তপ্ত।

লেবাননে বিভিন্ন দেশে থেকে আসা গৃহকর্মীদের বড় একটি অংশ শ্রীলঙ্কার নাগরিক। তাই দেশটির বিপদে তাড়াতাড়িই পাশে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা।

প্রেসিডেন্ট আওন লেবাননে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূতের কাছে থেকে ১,৬৭৫ কেজি চা -পাতা গ্রহণ করছেন- এমন একটি ছবি গত ২৪ আগস্ট লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশ করা হয়।

লেবাননের সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া চা-পাতা সম্পর্কে নানা প্রশ্ন করায় এক বিবৃতিতে বলা হয়, চা-পাতার জন্য প্রেসিডেন্ট আওন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ধন্যবাদ দিয়েছেন এবং জানিয়েছেন, চা পাতা সেনাবাহিনী গ্রহণ করেছে এবং তার নিরাপত্তা কর্মীদের পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের জন্য দেওয়া চা-পাতা নিরাপত্তা কর্মীদের পরিবারকে বিলিয়ে দেওয়ায় প্রেসিডন্টকে ‘চা-চোর’, ‘সিলোন চা হ্যাশট্যাগ’ ইত্যাদি নাম দিয়ে সোশ্যাল মিডিয়া সমালোচনার ঝড় তোলা হচ্ছে।

বিস্ফোরণের পর পদত্যাগ করা সংসদ সদস্য পাওলা ইয়াকুবিয়ান টুইটারে চা পাতা নিয়ে ঘটে যাওয়া ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেন। ডয়চে ভেলে

Exit mobile version