স্পোর্টস ডেস্ক : ক্লাব ও জাতীয় দলের হয়ে গত বছর দারুণ খেলার পুরস্কার পেলেন নেইমার। পিএসজির এই ফরোয়ার্ড ষষ্ঠবারের মতো জিতেছেন ব্রাজিলের সেরা খেলোয়াড়ের পুরস্কার সাম্বা ডি’অর।

পুরস্কার প্রাপ্তির বিষয়টি নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোষ্ট করে নিশ্চিত করেছেন নেইমার। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ষষ্ঠবার’। এছাড়া এ নিয়ে টানা তৃতীয়বার ট্রফিটি জিতলেন।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘সাম্বাফুট’প্রতি বছর ফুটবলারদের পারফরম্যান্স বিচার করে এই পুরস্কার দিয়ে থাকে। যেখানে ২০০৮ সাল থেকে শুরু হওয়া এই পুরস্কারের জন্য সংবাদকর্মী, সাবেক ফুটবলার ও সাম্বাফুটের অনলাইন পাঠকদের ভোটে বিজয়ী খেলোয়াড়কে বেছে নেওয়া হয়।

এদিকে নেইমারের পর দ্বিতীয় সর্বোচ্চ তিন বার এই পুরস্কার জিতেছেন থিয়াগো সিলভা। এছাড়া কাকা, লুইস ফাবিয়ানো, মাইকন, ফিলিপে কৌতিনহো, রবের্ত ফিরমিনো ও আলিসন বেকার ট্রফিটি একবার করে জিতেছেন।