Home বিনোদন সন্তানদের পড়াশোনার ব্যয় বহন করেন টুইঙ্কেল

সন্তানদের পড়াশোনার ব্যয় বহন করেন টুইঙ্কেল

বিনোদন ডেস্ক : বলিউডের জুটিদের মধ্যে জনপ্রিয়তার দিক থেকে অন্যতম অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। বলিউডের প্রথম সারির অভিনেতা অক্ষয় একটি ছবির জন‍্য কোটি কোটি টাকা পারিশ্রমিক নেন। আগামী অন্তত দু বছরের শিডিউল তৈরি করা থাকে অক্ষয়ের। সম্প্রতি তারকাদের একটি শো ‘ঘর ঘর কি কহানি’-তে অভিনেত্রী কাজলের কাছে অক্ষয়- টুইঙ্কেল দম্পতি কিভাবে সংসারের খরচ চালায় তা ফাঁস করলেন টুইঙ্কল।

এখন আর অভিনয় না করলেও অনেক সম্পত্তির মালিক অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল খান্না। সংসারের সমস্ত খরচপত্র স্বামীর সঙ্গে ভাগ তো করেনই, সন্তানদের পড়াশোনার খবরচও নিজে বহন করেন টুইঙ্কেল। কাজলের সাক্ষাৎকার নেওয়ার সময় অক্ষয় ঘরণী তাকে জিজ্ঞাসা করেন, অজয় দেবগণ ও তিনি ঘরের খরচ পত্র ভাগাভাগি করেন কীভাবে। নিজের সংসারের উদাহরণ দিয়ে টুইঙ্কল বলেন, তার বাড়িতে দুই ছেলে মেয়ে আরভ ও নিতারার পড়াশোনার ব‍্যয়ভার তিনি বহন করেন। যাতে ভবিষ‍্যতে তিনি সন্তানদের এটা অন্তত বলার সুযোগ পান যে তারা শিক্ষিত হয়েছে তাদের মায়ের জন‍্য।

অন্যদিকে কাজল জানান, তার বাড়িতে অনলাইনের সমস্ত বিল তিনি নিজে ভরেন আর অজয় ভরেন অফলাইনগুলো। কাজল বলেন, মেয়ে নায়সা এবং ছেলে যুগের যে কোনও দরকারে বাবা অজয় থাকেন। তিনি বলেন, ‘যদি কোনও দিন যুগের স্কুলের জন্য আমায় সকাল ৭টায় ঘুম থেকে উঠতে হয়, ঠিক তখনই অজয়ও উঠে পড়ে। ছেলের সঙ্গে বসে গল্প করে, খাবার খাওয়ায়, ড্রেস পরিয়ে স্কুলে পাঠায়, সবই করে। নায়সা যখন ছোট ছিল, তখনও অজয় এটাই করত।’

উল্লেখ‍্য, প্রভূত সম্পত্তির অধিকারী হওয়া সত্ত্বেও সন্তানদের হাতে অত‍্যন্ত কম টাকা তুলে দেন অক্ষয়। অন‍্যান‍্য তারকা সন্তানদের মতো অক্ষয় পুত্র আরভকে খুব কমই দেখা যায় বলিউডের পার্টিতে। ছেলেকে কড়া শাসনে বড় করে তুলছেন অক্ষয়। কারণ তিনি চান না আরভ ধনী বাবার বিগড়ে যাওয়া সন্তানদের মতো হোক।

অক্ষয় নিজে অত‍্যন্ত পরিশ্রম করে ইন্ডাস্ট্রিতে জায়গা করেছেন। এক সময় তিনিই ছিলেন ‘বহিরাগত’। আজ সম্পূর্ণ নিজের চেষ্টায় তিনি এই উচ্চতায় উঠেছেন। প্রতিটি পয়সার মূল‍্য বোঝেন অক্ষয়- টুইঙ্কেলটুইঙ্কেল। নিজেদের শিক্ষাতেই শিক্ষিত করতে চান তারা দুই ছেলেমেয়েকে।

 

Exit mobile version