Home কানাডা খবর সবজির চারা বিতরণ

সবজির চারা বিতরণ

অনলাইন ডেস্ক : প্রেইরি ড্রাইভ পার্ক রেসিডেন্ট গ্রুপ নেতৃবৃন্দ স¤প্রতি ৭ই মে, ২০২৩ তারিখে স্থানীয় বাগানি ও বাসিন্দাদের মাঝে সবজির চারা বিতরণের উদ্দেশ্যে একটি সমাবেশের আয়োজন করেন। সিটি অফ টরন্টো এর এন. আই. এ (NIA) গ্রান্টের আর্থিক সহায়তায় প্রেইরি ড্রাইভ পার্কে অনুষ্ঠিত উক্ত সভায় শুরুতেই আদিবাসীদের ভূমির প্রতি শ্রদ্ধা জানিয়ে “ল্যান্ড একনলেজমেন্ট” বক্তব্য পাঠ করেন কমিউনিটি সদস্য নাজমা খানম। অতঃপর রেসিডেন্ট লিডার শাহ মহিউদ্দিন সবজি চারা বিতরণের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা এবং করণীয় সম্পর্কে বিশদ আলোচনা করেন।

উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাগানি নাজমুল হক, বাংলাদেশ সেন্টারের পরিচালক মাহবুব রেজা, নজরুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম এবং বিশিষ্ট কমিউনিটি লিডার ডাক্তার আব্দুল ফাত্তাহ। পরে বিশেষ অতিথিদ্বয় মাহবুব রেজা ও নুরুল ইসলাম পলিনেটর (polinator) গার্ডেন এবং ফ্লাওয়ার গার্ডেনে গাছের চারা রোপন করেন। অতঃপর বাগানি ও রেসিডেন্টদের মাঝে নানান জাতের সবজির চারা বিতরণ এবং সুস্বাদু দুপুরের খাবার পরিবেশন করা হয়। বৃষ্টি বিঘ্নিত বৈরী আবহাওয়ার মধ্যে সর্বস্তরের ৬০ জনের অধিক অংশগ্রহণকারী অত্যন্ত আগ্রহ, উদ্দীপনা এবং ধৈর্য্যের সাথে পুরো অনুষ্ঠানটি উপভোগ করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন কমিউনিটি অর্গানাইজার আনার দিলারা, রেসিডেন্ট গ্রুপ সদস্য রাবিউল ইসলাম, মাইনুল চৌধুরী এবং সেলভি রাজ। সবশেষে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Exit mobile version