বকুল ভৌমিক

সময় তুমি এক আশ্চর্য সৃষ্টি
বাঁধনে আটকা পরে এ জগত, মহাজগত মহাসৃষ্টি।

সকল কিছু তোমার কাটার ঘুর্ননে
ঘুরছে অহর্নিশি আনমনে।

গড়িয়ে পরে রোদ থেকে বৃষ্টি ঝরে
দিনের আলো থেকে রাতের আঁধারে।

দৃশ্য থেকে অদৃশ্যতে, বর্তমান থেকে স্মৃতিতে
পাওয়া থেকে হারানোতে, জন্ম থেকে মৃত্যুতে।

ভেসে বেড়াও স্রোতে গন্তব্য থেকে গন্তব্যহীনে
শুন্য থেকে মিল্কী ওয়ে, নেবুলা নীহারিকা অরণ্যে।

সৃষ্টি থেকে ধংসে
সময় থেকে সময়ের আর এক অংশে।

যদি কখনো থামতে, ফিরে আসতে অতীতে
জগতের সকল কন্টকাকীর্ণ অযাচিত মুহূর্তগুলো শুধরাতে।

তুমি যে সৃষ্টির অতীত বর্তমান ভবিষ্যতের ভেলা
এ শুধুই নিরন্তর কি অদ্ভুত খেলা।
অটোয়া।