স্পোর্টস ডেস্ক : টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে যোগ দেওয়ার আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেছেন সাকিব আল হাসান। ৭ অক্টোবর পর্যন্ত কেকেআরের সঙ্গে থাকার অনুমতি থাকলেও পরে বিসিবির কাছ থেকে তা বাড়িয়ে নেন। ১৫ অক্টোবর আইপিএলের ফাইনাল খেলেই তিনি বিশ্বকাপ দলে যোগ দিয়েছেন। কিন্তু কেকেআরের হয়ে তার পারফরম্যান্স যে ভালো ছিল, সেটা বলা যাবে না। বিশেষ করে শেষ দুইটি ম্যাচে ব্যাট হাতে শূন্য রানে আউট হয়েছেন। বল হাতেও কোনো উইকেট পাননি এবং অনেকটাই খরুচে ছিলেন।

কিন্তু বাংলাদেশ দলে যোগ দিয়েই যেন জ্বলে উঠলেন বিশ্বসেরা অলরাউন্ডার। যদিও প্রথম ম্যাচে ব্যাট হাতে দলকে জেতাতে পারেননি। যা নিয়ে সমালোচনাও শুনতে হয়েছে। তবে মঙ্গলবার (১৯ অক্টোবর) ওমানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে সাকিবের অলরাউন্ড নৈপুণ্যেই জয় পেয়েছে বাংলাদেশ।

নাঈম শেখকে নিয়ে ৮০ রানের কার্যকরী একটি পার্টনারশিপ গড়ে তোলেন সাকিব। আউট হওয়ার আগে তার উইলো থেকে রান এসেছে ১৪৪.৮৩ স্ট্রাইক রেটে ২৯ বলে ৪২। পরে বল হাতে ৪ ওভারে মাত্র ২৮ রান খরচায় তুলে নেন ৩টি উইকেট। তাই স্বাভাবিকভাবে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে। এমন পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচকদের উদ্দেশ্যে কড়া জবাব দিয়েছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির।

তাছাড়া এর মধ্য দিয়ে আইসিসির আসরগুলোতে বাংলাদেশের সর্বশেষ পাঁচটি জয়ের ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

ফেসবুক সেই পরিসংখ্যান শেয়ার করে সাকিবপত্নী বলেন, ‘এগুলো কেবলই তোমার মাইলফলক নয়, তোমার চেষ্টা ও দৃঢ় মানসিকতার ফল। তুমি কখনো ভয় পাওনি, অন্য কোনো পরিস্থিতিতে পিছিয়েও যাওনি। কাজগুলো কতটা কঠিন ছিল, সেটা কোনো ব্যাপার নয়। যদিও সবচেয়ে সমালোচিত মানুষটি তুমি। তোমার কাছে দেশ সবসময়ই প্রাধান্য পেয়েছে। তুমি তীরের মতোই সোজা।’