অনলাইন ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ার লাইন্স৩১ মার্চ থেকে সাত দিন লন্ডন ও ম্যানচেস্টারে ফ্লাইট বন্ধ রাখবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১৭টি আন্তর্জাতিক রুটের মধ্যে এ দুটি রুটই চালু রেখেছিল বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন জানান, বিদ্যমান পরিস্থিতিতে বিমানের লন্ডন ও ম্যানচেস্টার ফ্লাইট আপাতত সাত দিনের জন্য স্থগিত করা হলো। ২৯ মার্চ ঢাকা থেকে এ দুটি গন্তব্যে ফ্লাইট যাবে এবং পরদিন ফেরত আসবে। এরপর স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হবে।

করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক ১৫টি রুটের ফ্লাইট বাতিল করলেও এ দুটি রুট সচল রেখেছিল বিমান।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শরীরে। যুক্তরাজ্যের স্থানীয় সময় শুক্রবার (২৭ মার্চ) সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যে করোনাভাইরাসে এখন পর্যন্ত ১১ হাজার ৬৫৮ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ৫৭৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৫ জন। এছাড়া ব্রিটিশ রাজপরিবারেও ইতোমধ্যে হানা দিয়েছে করোনাভাইরাস। ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।