অনলাইন ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে এক সেনা ব্যারাকে হামলার ঘটনা ঘটেছে। দেশটির রাজধানীতে এই হামলা চালানোরর পর অস্ত্রাগারে লুট চালানোরও চেষ্টা করা হয়। এমন পরিস্থিতিতে দেশটিতে কারফিউ জারি করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। দেশটির তথ্যমন্ত্রী চেরনর বাহ এক বিবৃতিতে বলেন, রবিবার সকালে দুর্বুত্তরা সামরিক অস্ত্রাগারে প্রবেশের চেষ্টা করে। তবে তা নস্যাৎ করে দেওয়া হয়েছে।

এরপর থেকে দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে বলে জানান তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, কেন্দ্রীয় কারাগার থেকে বেশ কয়েকজন বন্দি পালিয়ে গেছেন। ওই কারাগারে ৩২৪ জন বন্দি থাকার কথা থাকলেও ২ হাজারেরও বেশি বন্দি ছিল।

চলতি বছর জুন মাসে একটি বিতর্কিত নির্বাচনে জয় পানজুলিয়াস মাদা বায়োর। এরপর থেকেই পশ্চিম আফ্রিকার দেশটির রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ফল প্রত্যাখ্যান করে প্রধান বিরোধী দল। নির্বাচনের পর একাধিকবার দেশটিতে সহিংসতার ঘটনা ঘটেছে।