অনলাইন ডেস্ক : হামাস নির্মূলের অভিযানে নামা ইসরায়েলের হামলার পর গাজার সাধারণ বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে নামেন। ইসরায়েলি বাহিনী নিরাপদ আশ্রয়ে যাওয়া জন্য ১৩ অক্টোবর তাদের একটি পথও (সেফ রুট) বাতলে দেয়। সেই পথ ধরে ফিলিস্তিনিদের উত্তর থেকে দক্ষিণ গাজায় চলে যেতে বলা হয়েছিল।

একইসঙ্গে ইসরায়েলি বাহিনী জানিয়েছিল, রাত ৮টা পর্যন্ত তারা গাজায় বোমা হামলা বন্ধ রাখবে তারা। কিন্তু ইসরায়েল কথা রাখেনি বলে প্রমাণ পেয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জানা গেছে, নিজেদের বাতলে দেওয়া নিরাপদ পথেও নির্বিচার হামলা চালিয়েছে ইসরায়েল। আশ্রয়ের সন্ধানে ছোটা নারী, পুরুষ ও শিশুরা তাদের হামলা শিকার হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ইসরায়েলি হামলার নানা ভিডিও ছড়িয়ে পড়ে। এ হামলায় অন্তত ৭০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আল জাজিরার তদন্ত দল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওগুলির যথার্থতা যাচাই করেছে। ওই দিন বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা ১৫ মিনিটের মধ্যে ইসরায়েল বোমা হামলা করে বলে জানিয়েছে।