অনলাইন ডেস্ক : রাশিয়া-ইউক্রেনের লড়াইয়ের অন্যতম কেন্দ্র পূর্বাঞ্চলের বাখমুত শহর। সেখানে তুষারের ওপর হাঁটু গেড়ে মাইলখানেক দূরে রুশ সেনাদের দিকে রকেট ছুড়লেন এক সেনা। ইউক্রেনের ফায়ারিং পজিশনে অবস্থান নেওয়া এই তরুণ দেখতে ইউক্রেনীয় সেনাদের মতোই। তবে তিনি ও তাঁর সহযোদ্ধারা কেউ ইউক্রেনীয় নন। তাঁরা দেশটির সামরিক বাহিনীর সেনা, যা সম্পূর্ণ রাশিয়ানদের নিয়ে গঠিত। খবর দ্য নিউইয়র্ক টাইমস ও এএফপির।
এক প্রতিবেদনে দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদক মাইকেল শোয়ার্টজ বলেন, ওই তরুণের মতো অনেকে স্বদেশের বিরুদ্ধে যুদ্ধ করছেন এবং নিজ দেশের মানুষকে হত্যা করছেন। বিভিন্ন কারণে রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছেন তাঁরা। এর মধ্যে রয়েছে-তাঁদের আশ্রয় দেওয়া দেশে (ইউক্রেন) আক্রমণ এবং রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রতি ঘৃণা। ইউক্রেনের কমান্ডারদের বিশ্বাস অর্জন করা এই যোদ্ধারা বলছেন, একজন প্রকৃত রাশিয়ান এরকম ভয়ংকর যুদ্ধে অংশ নেবেন না। রুশ সেনারা শিশু ধর্ষণ এবং নারী ও বৃদ্ধদের হত্যা করছে। এজন্য ইউক্রেনের পক্ষে যুদ্ধে অংশ নিয়ে অনুশোচনা নেই ইউক্রেনীয় যোদ্ধাদের।
এদিকে গতকাল সোমবার রাশিয়া দাবি করেছে, সেনারা ইউক্রেনের ফ্রন্টলাইন বরাবর কয়েক কিলোমিটার এগিয়েছে। সেনারা চার দিনে পশ্চিমের দিকে দুই কিলোমিটার এগিয়েছে। তবে কিয়েভ বলছে, ইউক্রেনের সেনারা বিভিন্ন এলাকায় রুশ আক্রমণ প্রতিহত করেছে।
বাখমুত শহরের চারপাশে ব্যাপক লড়াই চলছে। গতকাল ফ্রন্টলাইন বরাবর ভারী গোলাবর্ষণের খবর দিয়েছে ইউক্রেনের বাহিনী। বাখমুতের কাছাকাছি ১৬টি বসতিতে বোমাবর্ষণ করা হয়েছে। বাখমুতের উত্তরে একটি গ্রামের পরিস্থিতি ভয়াবহ। ওই এলাকা থেকে অ্যাম্বুলেন্সে করে সেনাদের হাসপাতালে নিতে দেখা গেছে। এ ছাড়া এক বিবৃতিতে রাশিয়ার ফরেন ইনটেলিজেন্স সার্ভিস (এসভিআর) দাবি করেছে, রাশিয়া ও সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের কিছু অংশে আক্রমণের জন্য আইএস ও আল কায়দায় যুক্ত ব্যক্তিদের প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি সংস্থাটি।
