বকুল ভৌমিক

তোমার আর আমার জীবন মেলা
দুই ধারে দুজন রোদ্দুর আর মেঘের খেলা।

তোমার আকাশে রংধনুর সাতরং এর ঢল
আমার আকাশে কালো মেঘ বৃষ্টিবাদল।

তোমার ইট পাথরে গড়া শহর খাঁচা আর ঝলকানো বাড়ির মহাল
ভাংগা গড়ায় ছেড়া কুড়েঘর আমার তবুও আছে বিশাল আকাশ
আর মুক্তডানা স্বাধীন চলাচল।

তোমার জানালায় ঝলকানো নিয়নবাতির রঙিন আলোর মেলা
আমার জানালায় চাঁদের আলো আর তারার ঝিলমিল খেলা।

তোমার আছে অর্থ, ঐশ্বর্য আর সম্পদের জুড়ি
আমায় ঘিরে আছে অভাব আর দুঃখীর দুঃখ রথের নীল ঝুড়ি।

তোমার জীবন উজ্জ্বল ছন্দে ছন্দ গাথা নন্দী
আমার অশান্ত হাওয়া এলো মেলো জীবন আর পাগলের সন্ধি।

অনেক সুখময় গল্পের পিছে তোমার আছে গল্পগাথা
আমার শুধু হৃদয়ের পিছে হৃদয় আর স্বপ্ন হারিয়ে যাওয়ার কথা।

সফলতায় গাঁথা জীবন তোমার হিসেব মিলে গন্তব্য স্থির, নিয়মের
শিকল পায়ে, তুমি অধীন
নেই কোন বাধা আমার, আমি স্বাধীন, লক্ষ্যভেদ
পথ চলা অবিরাম উদ্দেশ্যবিহীন।
অটোয়া