Home আন্তর্জাতিক স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত অস্ত্র ত্যাগ করবে না হামাস

স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত অস্ত্র ত্যাগ করবে না হামাস

অনলাইন ডেস্ক : এক বিবৃতিতে হামাস জানিয়েছে, আমাদের জাতীয় অধিকার পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত অস্ত্র ত্যাগ করব না। আমরা স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় চেষ্টা চালিয়ে যাচ্ছি। যার রাজধানী হবে জেরুজালেম।

এদিকে শুক্রবার ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের গাজায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্র পরিদর্শনের কঠোর নিন্দা জানিয়েছে হামাস। তারা বলছে, এটি পূর্বপরিকল্পিত ও মঞ্চস্থ নাটক ছাড়া আর কিছু নয়।

শনিবার খাবারের সন্ধানে গিয়ে ১৮ জন ফিলিস্তিনি ইসরায়েলের গুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রত্যক্ষদর্শী ইয়াহিয়া ইউসুফ রয়টার্সকে জানিয়েছেন, গুলিবিদ্ধ আহত তিনজনকে সরিয়ে নিতে তিনি সহযোগিতা করেন। এছাড়া আরও কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় খাবার বিতরণ কেন্দ্রের কাছে পড়ে থাকতে দেখেছেন।

Exit mobile version