Home কানাডা খবর স্বাভাবিক জীবনযাত্রা শুরুর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কানাডা

স্বাভাবিক জীবনযাত্রা শুরুর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কানাডা

আহসান রাজীব, কানাডা : কানাডায় স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেয়া শেষে ৮০ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন দিতে শুরু করেছে। কানাডার স্বাস্থ্য বিভাগ আগামী সেপ্টেম্বর মাস থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নিয়ে স্বাভাবিক জীবনযাত্রা শুরুর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

কানাডার জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখন থেকে সেপ্টেম্বর পর্যন্ত আগের প্রাক্কলনের চেয়ে বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য ধরা হয়েছে।

এদিকে, কানাডার ভ্যাকসিন বিতরণ কর্মসূচির প্রধান মেজর জেনারেল ড্যানি ফর্টিন বলেন, ভ্যাকসিনের সরবরাহ সংকট থেকে আমরা বেরিয়ে আসতে শুরু করেছি। বসন্ত ও গ্রীষ্মে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ পাওয়া যাবে। এর ফলে প্রদেশগুলোতে ভ্যাকসিনেশনের গতি লক্ষণীয় মাত্রায় বাড়াতে পারবো।
তিনি বলেন, মার্চ শেষে দুই কোম্পানির ৬০ লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহের যে কথা ছিল তা পূরণ করার পথে রয়েছে তারা। এর মধ্যে ফাইজার সরবরাহ করবে ৪০ লাখ ও মডার্না ২০ লাখ ডোজ।

ভ্যাকসিনেশন কর্মসূচির ধীরগতির কারণে বিরোধীদল ও সমালোচকদের নজিরবিহীন চাপের মুখে পড়তে হয় কানাডার ফেডারেল সরকারকে। গত জানুয়ারিতে কানাডায় ভ্যাকসিন সরবরাহ কমিয়ে দেয় ফাইজার। সম্প্রতি সরবরাহ কমিয়েছে মডার্নাও। সরবরাহ সংকটের কারণে অন্যান্য দেশের তুলনায় ভ্যাকসিনেশনে পিছিয়ে পড়ে কানাডা। সম্প্রতি এ সঙ্কট কাটিয়ে উঠার সম্ভাবনা দেখা দিয়েছে। কানাডার জনস্বাস্থ্য এজেন্সির কর্মকর্তারা জানিয়েছেন, ফাইজার-বায়োএনটেক ও মডার্নার ভ্যাকসিন সরবরাহ স্বাভাবিক হচ্ছে।

Exit mobile version