Home কানাডা খবর হাইকমিশনার ড. খলিলুর রহমানের সাথে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

হাইকমিশনার ড. খলিলুর রহমানের সাথে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক : গত ১১ জানুয়ারি সন্ধ্যা ৭:৩০ মিনিটে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডা কর্তৃক আয়োজিত ভার্চুয়াল মিটিং-এ যোগদান করেন হাইকমিশনার ড. খলিলুর রহমান। এটি একটি পূর্ব নির্ধারিত সৌজন্য সাক্ষাতকারমূলক পরিচিতি মিটিং ছিল। ফাউন্ডেশনের সভাপতি ড. মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সঞ্চালনায় সভার প্রধান অতিথি হাইকমিশনার ড. খলিলুর রহমানকে উষ্ম সম্বর্ধনা প্রদান করা হয়। পরিচিতি পর্বে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম ফাউন্ডেশনের মিশন ও ভিশন সম্পর্কে প্রধান অতিথিকে অবহিত করেন। তারপর একে একে পরিচিত হন সহ-সভাপতি সনৎ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মমিরুল হক ইলিয়াস মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক অনুপ সেনগুপ্ত, কার্য নির্বাহী সদস্য ড. এম তোহা, মোতাহার হোসেন, হীরা রেহমান, মুনিরা সুলতানা মিলি ও সরোজ তালুকদার প্রমুখ।

প্রধান অতিথি অনারেবল হাইকমিশনার ড. খলিলুর রহমান তাঁর সাবলীল ভাষায় প্রায় তিরিশ মিনিট বক্তব্য দেন। তাঁর বক্তব্যে কনসুলেট সেবা, দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য স¤প্রসারণ, স্টুডেন্ট ভিসায় বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বৃদ্ধি, বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে নিয়ে তাদের রায় কার্যকর করাসহ বিভিন্ন ইস্যু উঠে আসে এবং সেই সাথে তিনি সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করেন। উপস্থিত সকলেই তাঁর বক্তব্যের প্রতি সম্মান ও সহযোগিতার হাত প্রসারিত করবেন বলে আশ্বস্ত করেন। একটি খোলামেলা ও প্রাণবন্ত চমৎকার আলোচনার ইতি টেনে সভাপতি ড. মোঃ হুমায়ুন কবির সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Exit mobile version