Home কানাডা খবর হিজাবের কারণে মুসলিম সমাজকে বর্ণবাদের শিকার হতে দেয়া হবে না- বিল ব্লেয়ার

হিজাবের কারণে মুসলিম সমাজকে বর্ণবাদের শিকার হতে দেয়া হবে না- বিল ব্লেয়ার

‘মসজিদ আল আবেদীন’ পরিদর্শন শেষে মুসল্লিদের উদ্দেশে কথা বলছেন কানাডার ফেডারেল সরকারের জন নিরাপত্তা ও জরুরি প্রস্তুতি মন্ত্রী বিল ব্লেয়ার

সুহেল ইবনে ইসহাক : গত ২০ অগাস্ট শুক্রবার বেলা ১.৩০ মিনিটের সময় জুম্মার নামাজ চলাকালে কানাডার ফেডারেল সরকারের জননিরাপত্তা ও জরুরি প্রস্তুতি মন্ত্রী বিল ব্লেয়ার স্কারবোরোর ভিক্টোরিয়া পার্ক ও স্টামফোর্ড স্কয়ারের ইসলামিক রিসার্চ সেন্টারের ‘মসজিদ আল আবেদীন’ পরিদর্শন করেন।

একটি অধিক ভালো কানাডা ও কমিউনিটি বিনির্মাণে মুসলিম কমিউনিটির অবদানের কথা স্মরণ করে, স্কারবোরো সাউথ-ওয়েস্টের মুসলিম কমিউনিটিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘এই মসজিদে আমার অনেক বন্ধু রয়েছেন, রয়েছেন কমিউনিটিতেও।’ বর্ণবাদী আচরণ ও ইসলামোফোবিয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে মিস্টার ব্লেয়ার লন্ডন অন্টারিও’র নিহত হওয়া মুসলিম পরিবারের কথা উদ্বেগের সাথে স্মরণ করে বলেন, ‘হিজাবের কারণে মুসলিম সমাজকে বর্ণবাদের শিকার হতে আর দেয়া হবে না। বর্ণবাদ নিরসনে কানাডা ও লিবারেল সরকারের নীতি সর্বদা জিরো টলারেন্স।’

তিনি আরো বলেন, ‘ঘৃণা, বর্ণবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’ মসজিদের সাথে সংশ্লিষ্টদের তিনি অভিনন্দন জানান। মসজিদ পরিদর্শন শেষে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন উল্লেখ করে তিনি উক্ত মসজিদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
পরিদর্শনকালে মন্ত্রী বিল ব্লেয়ারের সাথে ছিলেন, বিচেস ও ইস্ট ইয়র্কের বর্তমান এমপি ও আসন্ন ফেডারেল নির্বাচনে একই আসনের লিবারেল এমপি প্রার্থী নাথানিয়েল আরস্কিন স্মিথ। তিনিও উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

Exit mobile version