অনলাইন ডেস্ক : স্কচ হুইস্কি আমদানিতে ফ্রান্সকে টপকে গেছে ভারত। এখন ভারতই এই মদ্য পণ্যের সবচেয়ে বড় ক্রেতা।

হুইস্কি প্রস্তুতকারকরা গত বছর ভারতে ২১৯ মিলিয়ন বোতল হুইস্কি পাঠিয়েছে। ২০২১ সালের তুলনায় যা ৬০ শতাংশ বেশি। স্কচ হুইস্কি অ্যাসোসিয়েশন এই তথ্য দিয়েছে।

তবে দামি হুইস্কি কেনার হিসেবে শীর্ষ দেশের তালিকায় আছে যুক্তরাষ্ট্র। ২০২২ সালে দেশটি ১.২৭ বিলিয় ডলারের হুইস্কি আমদানি করেছে। সেই তালিকায় ভারত আছে পঞ্চমে।
পরিসংখ্যানে আরও দেখা যায় গেল এক দশকে ভারতে হুইস্কি আমদানির হার বেড়েছে ২০০ শতাংশ। যদিও হুইস্কি আমদানিতে ১৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত। তারপরও ক্রমাগত আমদানি বেড়েই চলেছে দেশটিতে।

সূত্র: বিবিসি