কিশলয় বড়ুয়া রিতুন

হৃদয়ে জেগে আছে একটি নাম
সংগ্রামী জনতার চট্টগ্রাম
প্রিয় শহর চট্টগ্রাম বারো আউলিয়ার দান
প্রাণের বিনিময়ে রাখবো আমি এই শহরের মান
লক্ষ শহীদ বিপ্লবীদের রক্তে ভেজা মাটি
এই শহরের মাটি আমার সোনার চেয়ে ও খাঁটি
লুসাই কন্যা কর্ণফুলী সবার মন যে কাড়ে
সাম্পানওয়ালার গানের সুর হৃদয়ে কড়া নাড়ে
সবুজে ঘেরা রাঙামাটির পাহাড় মোদের ডাকে
মন ছুঁটে যায় আঁকাবাঁকা কাপ্তাই লেকের বাঁকে
ফয়েসলেকের প্রকৃতিতে মন যে জুড়িয়ে যায়
পতেঙ্গার সৈকতের হাওয়া হৃদয়ে স্পন্দনজাগায়
চট্টগ্রামের ভাষা নিয়ে মোরা গর্ব করি
অর্থনীতির প্রাণকেন্দ্র এই বন্দর নগরী
এই শহরে জন্ম নিলো কত জ্ঞানী গুণী
শিক্ষা সংস্কৃতিতে সমৃদ্ধ চট্রগ্রাম প্রাচ্যের রানী
এই শহরে সবাই মোরা থাকি মিলেমিশে
একসাথে উৎসবে মাতি জাতি ধর্ম নির্বিশেষে
এই শহরে জন্ম নিয়ে গর্বিত আমি
প্রাকৃতিক ঐশ্বর্যে ভরপুর তুমি বাংলার লীলাভূমি