Home কানাডা খবর হোন্ডা প্লান্টে বিশাল বিনিয়োগের ঘোষণা কানাডা ও অন্টারিওর

হোন্ডা প্লান্টে বিশাল বিনিয়োগের ঘোষণা কানাডা ও অন্টারিওর

শাহনুর চৌধুরী : হাইব্রিড গাড়ি তৈরির জন্য হোন্ডা প্লান্টে কয়েক মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও অন্টারিওর প্রিমিয়ার ডোগ ফোর্ড। গত মঙ্গলবার সকালে অন্টারিওর এলিস্টনে এক অনুষ্ঠানে দুই নেতা ওই ঘোষণা দেন। তবে উভয় নেতাই এসব গাড়ি কেনার সময় ক্রেতাদের কোন প্রকার প্রণোদনা দেয়া হবে কি না তা নিশ্চিত করেন নি। এ বিষয়ক সব প্রশ্নের উত্তর তারা কৌশলে এড়িয়ে গেছেন। ২০২৩ সি আর ভি এবং সি আর ভি হাইব্রিড গাড়ি তৈরির জন্য অন্টারিওর হোন্ডা কারখানা স¤প্রসারণ করা হচ্ছে। এ বিষয়ে বেশ কয়েকদিন ধরে অন্টারিও প্রশাসন ফেডারেল সরকারের সাথে আলোচনা চালিয়ে আসছিল। অবশেষে গত বুধবার এ বিষয়ে একটি চূড়ান্ত ঘোষণা এল। ওই দিন দুই নেতা আনুষ্ঠানিকভাবে জানান যে, হোন্ডা কারখানার স¤প্রসারণে উভয় পক্ষ ১৩১.৬ মিলিয়ন ডলারের একটি তহবিল গঠন করবে। হাইব্রিড গাড়ি উৎপাদনে এই তহবিল ব্যবহার করা হবে। উভয় নেতা বলেছেন যে, পরিকল্পনাটি ভবিষ্যতে স্থানীয় অটো সেক্টরে ভাল চাকরি নিশ্চিত করতে সহায়তা করবে। ফোর্ড বলেন, এই বিনিয়োগের ফলে অন্টারিওতে হোন্ডা কানাডার কারখানায় পরবর্তী প্রজন্মের মডেলের গাড়ি তৈরি হবে। এসব হাইব্রিড গাড়ি পুরো উত্তর আমেরিকার বাজারে বিক্রি করা হবে। এর মানে হচ্ছে অন্টারিওর কাচামাল ব্যবহার করে অন্টারিওর কর্মীরাই এখানে ভবিষ্যতের গাড়ি তৈরি করবে, যা আমাদের জন্য খুবই গর্বের একটি বিষয়। এ ধরনের একটি সুযোগ তৈরিতে সহায়তার জন্য তিনি প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

ট্রুডো বলেন, হোন্ডার মতো কোম্পানিগুলো করোনায় ক্ষতিগ্রস্ত কানাডার অর্থনীতিকে পুনরুদ্ধারে সহায়তা করছে। তাই এ ধরনের প্রকল্পে সব ধরনের সহায়তা দিতে ফেডারেল সরকার সদা প্রস্তুত। তিনি আরো বলেন, বিশ্ব কোন দিকে যাচ্ছে তা বোঝার চেষ্টা করতে হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। কানাডা ও কানাডিয়ানদের সেই পথে এগিয়ে নিতে হোন্ডা কোম্পানি একটি অপরিহার্য অংশীদার হিসেবে কাজ করে চলেছে। প্রিমিয়ার ফোর্ড বলেছেন, তিনি অন্টারিওতে বৈদ্যুতিক এবং হাইব্রিড যানবাহনের উৎপাদন বাড়াতে চান। এ লক্ষ্যে তার সরকার গত বছর ১০ বছরের একটি পরিকল্পনা ঘোষণা করেছিল। এতে অটো ওয়ার্কারদের প্রশিক্ষণসহ ব্যাটারি, যন্ত্রাংশ এবং যানবাহন উৎপাদন বৃদ্ধির বিষয়গুলো ছিল।
এদিকে হোন্ডা কোম্পানি বলেছে তাদের কোম্পানির স¤প্রসারণ ও রিটুইলিং প্রকল্পে আগামী ৬ বছরে ১.৪ বিলিয়ন ডলারের প্রয়োজন হবে।

অন্যদিকে পরিবেশ বান্ধব গাড়ি ক্রয়ে ক্রেতাদের ছাড় দেয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে প্রিমিয়ার ফোর্ড নিরব থাকেন। ২০১৮ সালে ফোর্ড সরকার বৈদ্যুতিক গাড়ির রিবেট প্রোগ্রাম বাতিল করলেও আগামী ২ জুনের নির্বাচন সামনে রেখে বিরোধী পক্ষ গাড়ি ক্রেতাদের ছাড় দেয়ার প্রতিশ্রæতি দিচ্ছে। অন্টারিওর লিবারেলরা বিজয়ী হলে শূন্য কার্বন নির্গমনের গাড়ি কেনার জন্য ৮ হাজার ডলার পর্যন্ত ছাড় এবং চার্জিং সরঞ্জাম কেনার জন্য অতিরিক্ত ১ হাজার ৫০০ ডলার পর্যন্ত ভর্তুকি দেয়ার ঘোষণা দিয়েছে।

তবে প্রিমিয়ার ফোর্ড বলেছেন, তিনি ভর্তুকি দেয়ার চাইতে গাড়ি ক্রেতাদের অন্যান্য সুবিধা বাড়াতে চান। যেমন অধিক সংখ্যক চার্জিং স্টেশন স্থাপন, যানবাহনের উৎপাদন বৃদ্ধি করা এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ সহজলভ্য করা ইত্যাদি। তিনি বলেন, তার সরকার এই নীতিতেই সফলতা পেয়েছে। আর এর ফলেই গত চার বছরে অন্টারিওতে বৈদ্যুতিক গাড়ির বিক্রি ৩ গুণ বেড়েছে। সূত্র : সিবিসি

Exit mobile version