অনলাইন ডেস্ক : চলতি বছর মধ্যপ্রাচ্যের জিডিপি’র প্রবৃদ্ধির হার ২.৯ শতাংশ হবে বলে ধারণা করা হচ্ছে, যা ২০২৩ সালের চেয়ে বেশি।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের মহাপরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা সোমবার এ তথ্য জানান।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৪এ তিনি আরও বলেন, কিছু অনিশ্চয়তা থাকলেও বিশ্ব অর্থনীতির নমনীয়তার কারণে আইএমএফ বিশ্ব অর্থনীতির ভবিষ্যত নিয়ে আশাবাদী।

২০২৪ সালে বিশ্বের মুদ্রাস্ফীতির হার কমবে বলে ধারণা করেন তিনি।