Home বিনোদন ২৬ অক্টোবর রোহনপ্রীত-নেহা কাক্করের বিয়ে

২৬ অক্টোবর রোহনপ্রীত-নেহা কাক্করের বিয়ে

বিনোদন ডেস্ক : দিল্লি নয়, পঞ্জাবে বসছে রোহনপ্রীত সিংয়ের-নেহা কাক্করের বিয়ের আসর। এরইমধ্যে ভাইরাল হলো তাদের বিয়ের কার্ড। আগামী ২৬ অক্টোবর নেহা-রোহনপ্রীতের বিয়ের আসর। সোশ্যাল মিডিয়ায় বধূবেশে নেহা কাক্করের ছবি পোস্ট করেছেন তার হবু বর তথা পাঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিং। নেহার সঙ্গে নিজের ছবির পাশাপাশি নিজেদের বিয়ের কার্ডের ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। বিয়ের কার্ড থেকেই জানা যায়, তাদের বিয়ের আসর বসছে পঞ্জাবে। নেহা ও রোহনপ্রীত সিংয়ের বিয়ে নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। নেহার বিয়েটা সত্যিই হচ্ছে কিনা, তা নিয়ে সন্দেহে পড়েন বলিউডের সঙ্গীত জগত।

তার কারণ, এর আগেও আদিত্য নারায়ণের সঙ্গে একটি গানের ভিডিও প্রকাশের আগে তাদের বিয়ের খবর প্রচারিত হয়েছিল। তবে না, নেহা সত্যি রোহনপ্রীতকে বিয়েটা করছেন। তবে তার আগে ২১ অক্টোবর তাদের দুজনের গানের ভিডিও প্রকাশ পাচ্ছে।

Exit mobile version