Home কানাডা খবর ৩৮৪ দিন পর বৃদ্ধা মাকে জড়িয়ে ধরল মেয়ে

৩৮৪ দিন পর বৃদ্ধা মাকে জড়িয়ে ধরল মেয়ে

অনলাইন ডেস্ক : করোনা মহামারিতে কঠোর স্বাস্থ্যবিধির কারণে প্রিয়জনের কাছে আসায় নিষেধাজ্ঞা ছিল। ফলে জুডি হান্না তার বৃদ্ধামাকে দেখতে আসতে পারলেও তার কাছে যাওয়ার সুযোগ ছিল না। অবশেষে নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় দীর্ঘ ৩৮৪ দিন পর সে তার মাকে জড়িয়ে ধরার সুযোগ পেয়েছে। জুডির ৯৭ বছর বয়স্ক মা সুসানি দীর্ঘ দিন ধরে একটি সেবা কেন্দ্রে বসবাস করছেন।

করোনাকালে জুডি তার মাকে দেখতে গেলেও স্বাস্থ্যবিধির কারণে মায়ের কাছে যাওয়া বা মায়ের শরীর স্পর্শ করার সুযোগ ছিল না। অবশেষে বিধি-নিষেধ শিথিল করায় গত শনিবার জুডি তার মাকে দেখতে গিয়ে তাকে জড়িয়ে ধরে। এ সময় মা-মেয়ে দু’জনেই আনন্দে কান্নায় ভেঙে পড়েন।

পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময়ও কান্না জড়িত কন্ঠে জুডি বলেন, দীর্ঘদিন পর মা আমাকে কাছে পেয়ে আমাকে দীর্ঘক্ষণ জড়িয়ে ধরে রাখেন, আমার হাতে ও গালে চুমু দেন এবং অপলক নেত্রে আমার দিকে তাকিয়ে থাকেন। ভ্যাংকুবারে বসবাসকারী জুডি হান্না আরো বলেন, ২০২০ সালের এপ্রিলে আমি শেষ বার মাকে জড়িয়ে ধরেছিলাম। তারপর ৩৮৪ দিন পর আবার সেই সুযোগ পেলাম। একসসময় আমার মনে হচ্ছিল আমি বুঝি আর কোন দিন এই সুযোগ পাব না। হান্না জানান, বয়স্ক ও অসুস্থ হওয়ার কারণে তার মাকে ওই সেবাকেন্দ্রে আইসোলেশনে রাখা হয়েছে।

প্রসঙ্গত কোভিড-১৯ মহামারি নির্মূল না হলেও কানাডায় টিকা দেয়ার হার বৃদ্ধির ফলে প্রিয়জনদের সাথে কোলাকুলি বা জড়িয়ে ধরার বিধি-নিষেধ তুলে নেয়া হয়েছে। পাবলিক হেলথ এজেন্সি অব কানাডা জানিয়েছে, টিকা নেয়া লোকজন এখন ঘরে-বাইরে সব জায়গায় প্রিয়জনদের জড়িয়ে ধরতে পারবে। এজন্য তাদেরকে আর আগের মতো জরিমানা গুনতে হবে না। সূত্র : সিবিসি রেডিও

Exit mobile version