অনলাইন ডেস্ক : দায়িত্ব নিয়েই ৭০ হাজার সরকারি কর্মী ছাটাই করছেন আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই। এ ছাড়া বেশকিছু প্রাদেশিক সরকারের পরিকল্পনার অর্থায়ন বন্ধ করে দিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

আর্জেন্টিনার সরকারি কর্মী প্রায় ৩৫ লাখ। দেশটি বেশ কয়েক বছর ধরেই অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গত বছর দেশটির বার্ষিক মুদ্রাস্ফীতি ছিল ২১১ দশমিক ৪ শতাংশ।

স্থানীয় সময় মঙ্গলবার বুয়েনস আইরেসে একটি অনুষ্ঠানে দেওয়া ভাষণে মিলেই বলেন, আর্জেন্টাইনরা অর্থনীতির ভবিষ্যত সম্পর্কে আশাবাদী। সরকারের কঠোরতার ব্যবস্থা সত্ত্বেও সরকারের প্রতি জনগণের আস্থা বেড়েছে। জনগণ এখন সুড়ঙ্গের শেষে আলোর দেখা পাচ্ছে।

কর্মী ছাঁটাইয়ের ঘোষণা ছাড়াও মাইলি গণ কর্মসূচি স্থগিত, প্রাদেশিক সরকারের কিছু ফান্ডিং বন্ধ ও প্রায় দুই লাখের বেশি সামাজিক কল্যাণ পরিকল্পনা বাতিল করার কথা জানান। এগুলোকে তিনি দুর্নীতিগ্রস্ত প্রকল্প হিসেবে আখ্যায়িত করেন।