কিশলয় বড়ুয়া রিতুন

’৭১ এর ২৬শে মার্চ যুদ্ধে গেলে যারা তোমাদের
প্রতি বিনম্র শ্রদ্ধা বাংলার বীর মুক্তিযোদ্ধারা
বাংলার বুকে নতুন সূর্য্যের হলো উদয়ন
মাতৃভ‚মির কোলে স্বাধীন বাংলার হলো নবজাগরণ
৭১ এর মুক্তিযুদ্ধে জয়ের ¯েøাগান জাতির কণ্ঠে
লাল-সবুজের পতাকা উড়ে মুক্ত বিজয়ের মঞ্চে
ত্রিশ লক্ষ শহীদের রক্তে
দেশ হলো আজ স্বাধীন মোদের
কোনো দিনও শোধ হবে না এই ঋণ
তোমাদের এই আত্মত্যাগের
জন্ম হলো বাংলাদেশর বাংলা মোদের ভাষা
সবাই মিলে দেশ গড়ি মোরা কৃষক শ্রমিক চাষা
আসুন সবাই একসাথে মোরা থাকি মিলেমিশে
বিশ্বের বুকে দেশকে নিয়ে যাই উন্ননয়নের শীর্ষে
অন্টারিও, কানাডা