Home বিনোদন আংটি বদলের তিন বছর পর বিচ্ছেদের ঘোষণা দিলেন নুসরাত ফারিয়া

আংটি বদলের তিন বছর পর বিচ্ছেদের ঘোষণা দিলেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক : আংটি বদলের প্রায় তিন বছর পর বিচ্ছেদের ঘোষণা দিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ২০২০ সালের মার্চে রনি রিয়াদ রশীদের সঙ্গে বিয়ের জন্য আংটি বদল করেছিলেন অভিনেত্রী। কিন্তু বুধবার (১ মার্চ) জানালেন, রনির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন না এ নায়িকা।

এদিন সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসের মাধ্যনে এ তথ্য জানান অভিনেত্রী নুসরাত। তিনি বলেন, ‘আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বলতে চাই, তিন বছর আগে আজকের এই দিনে আমরা আমাদের আংটি বদলের ঘোষণা দিয়েছিলাম। অনেক বাধা ও চিন্তার পর আমরা ৯ বছরের সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি।’

‘রনি ও আমার মধ্যে এত সুন্দর বন্ধুত্ব ও বোঝাপড়ার জন্য নিজেদের খুবই ভাগ্যবান মনে করি আমরা। এটি আমাদের জীবনের অংশ হয়ে থাকবে সবসময়। এই কঠিন সময়েও আমাদের জন্য যেন দোয়া ও আশীর্বাদ থাকে, শুভাকাঙ্ক্ষীদের প্রতি সেই অনুরোধ থাকবে’ বলেও যোগ করেন অভিনেত্রী।

রনিকে বিয়ে না করার সিদ্ধান্তের কথা গত বছরের ডিসেম্বরেই খোলাসা করেছিলেন তিনি। তখন জানিয়েছিলেন, আমার বিয়ে আর হবে না। করছি না। জীবনে ওঠা-নামা থাকবেই। আমাদের মধ্যে কোনো সমস্যা, দ্বিধাদ্বন্দ্ব নেই, কখনো হয়ওনি। কিন্তু আমাদের বিয়েটা আর হচ্ছে না।

সেই সময় ফারিয়া আরও বলেছিলেন, আমি যা করি বুঝে-শুনেই করি। এ জন্য আমার কাজে কোনো বিতর্ক নেই। রনির সঙ্গে আমার সবসময় যোগাযোগ আছে। তার সঙ্গে সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে। আর এখন যে সিদ্ধান্ত নিয়েছি, এটাও দুজনে বোঝাপড়ার সিদ্ধান্ত।

Exit mobile version