Home আন্তর্জাতিক আরও দুই জিম্মির লাশ ফেরত দিয়েছে হামাস

আরও দুই জিম্মির লাশ ফেরত দিয়েছে হামাস

অনলাইন ডেস্ক : ইসরাইলের কাছে আরও দুই জিম্মির লাশ হস্তান্তর করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয় লাশগুলো। পরবর্তীতে তা ইসরাইলি বাহিনীর কাছে পৌঁছে দেয় স্বেচ্ছাসেবী সংগঠনটি।

পরে রাতেই তেলআবিবে ন্যাশনাল সেন্টার অব ফরেনসিক মেডিসিনে নেওয়া হয় নিহতদের লাশ। ডিএনএ পরীক্ষার পর হস্তান্তর করা হবে পরিবারের কাছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, এ পর্যন্ত ১৫ জিম্মির লাশ ফেরত দিয়েছে হামাস। মোট ২৮টি লাশ ফেরত দেওয়ার কথা হামাসের। এখনো খোঁজ নেই নিহত ১৩ জনের। অনেকেই ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে আছে বলে জানিয়েছে হামাস। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে দাবি ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের।

আল-জাজিরার সূত্রমতে, যুদ্ধবিরতি ভেঙে গত রোববার গাজায় ব্যাপক হামলা চালায় ইসরাইলি সেনারা। এতে ওইদিনই ৪৫ জনের মৃত্যু হয়। সারাদিন হামলার পর রাতের দিকে আবারও যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয় ইসরাইল।

উল্লেখ্য, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরাইলি বাহিনী এখন পর্যন্ত ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

Exit mobile version