Home আন্তর্জাতিক ইথিওপিয়ায় যাত্রীবাহী ট্রাক নদীতে পড়ে নিহত ৭১

ইথিওপিয়ায় যাত্রীবাহী ট্রাক নদীতে পড়ে নিহত ৭১

অনলাইন ডেস্ক : ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলের বোনা এলাকায় যাত্রীবাহী একটি ট্রাক নদীতে পড়ে গেলে অন্তত ৭১ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচ যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালে চিকিৎসাধীন। খবর রয়টার্স।

স্থানীয় সময় সোমবার দক্ষিণ সিদামার আঞ্চলিক সরকারের মুখপাত্র ওসেনইয়েলেহ সিমিয়ন এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, অন্তত ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৮ জন পুরুষ ও তিন জন নারী। এ দুর্ঘটনায় পাঁচ যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে’।

সিমিয়ন জানান, সড়কে চলার সময় সামনে থাকা সেতুতে ওঠার কথা থাকলেও ট্রাকটি নদীতে পড়ে যায়। সড়কটিতে অনেক আঁকাবাঁকা ছিল। যাত্রীদের অনেকে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল। অনেকেই তাদের পরিবারের একাধিক সদস্যকে হারিয়েছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ট্রাকটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করা হয়েছিল, যা দুর্ঘটনার কারণ হতে পারে।

Exit mobile version