Home আন্তর্জাতিক ইরানে ইসরাইলের হামলায় উদ্বেগ রাশিয়ার

ইরানে ইসরাইলের হামলায় উদ্বেগ রাশিয়ার

অনলাইন ডেস্ক : ইরানে ইসরাইলের হামলায় উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। ইরান ও ইসরাইলের মধ্যে শত্রুতাকে তারা ‘উত্তেজনার বিস্ফোরণ’ বলে অভিহিত করেছে।

শনিবার ভোরে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল।

এরপর বিশ্ববাসী, বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রায় সব মুসলিম দেশ এর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়া।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, আমরা সব পক্ষের প্রতি সংযুত আচরণের আহ্বান জানাই। সহিংসতা বন্ধের আহ্বান জানাই। বিপর্যয়কারী পরিস্থিতি সৃষ্টি হয় এমন ঘটনা প্রতিরোধের আহ্বান জানাই। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইসরাইল।

 

Exit mobile version