Home কানাডা খবর কানাডায় আবারো মিললো শত শত কবর

কানাডায় আবারো মিললো শত শত কবর

অনলাইন ডেস্ক : কানাডার সাসকাচুয়ান প্রদেশে কয়েক শত অচিহ্নিত কবর পাওয়া গেছে। যেখানে কবরগুলো পাওয়া গেছে তা সাবেক একটি আবাসিক স্কুল এলাকায়। দ্যা কাউয়েসেস ফার্স্ট ন্যাশন নামে আদিবাসীদের একটি সংগঠন এই কবরগুলো পাওয়ার দাবি করেছে। তবে ঠিক কতটি কবর রয়েছে সেখানে তা নিশ্চিত করা হয়নি। এর আগে বৃটিশ কলাম্বিয়াতে একইধরনের একটি আবাসিক স্কুলের কাছে ২১৫টি শিশুর মরদেহের অবশিষ্টাংশ মিলেছিল।

বিবিসির খবরে জানানো হয়েছে, কানাডার সরকার ও ধর্মীয় কর্তৃপক্ষ ১৯ ও ২০ শতকে এ ধরণের স্কুলগুলো পরিচালনা করতো। কয়েক সপ্তাহ আগে দুই শতাধিক মরদেহ উদ্ধারের পর থেকে কাউয়েসেস এ ধরণের আরো কবরের সন্ধান করছে। এবার ম্যারিয়েভাল ইন্ডিয়ান রেসিডেনশিয়াল স্কুলের পাশে এই কবরগুলোর সন্ধান মিললো।

এই আবিষ্কারকে ভয়াবহ ও মর্মান্তিক বলে আখ্যায়িত করেছে সংগঠনটি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে করে এর বিস্তারিত প্রকাশের কথা জানিয়েছে সংস্থাটি।

Exit mobile version