Home কানাডা খবর কানাডিয়ান গোল্ডফিল্ডে হিমায়িত অবস্থায় ৩০ হাজার বছর পুরোনো শিশু ম্যামথ উদ্ধার

কানাডিয়ান গোল্ডফিল্ডে হিমায়িত অবস্থায় ৩০ হাজার বছর পুরোনো শিশু ম্যামথ উদ্ধার

অনলাইন ডেস্ক : কানাডার উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকা ইউকনে হিমায়িত অবস্থায় শিশু ম্যামথের দেহ পাওয়া গেছে। উত্তর আমেরিকায় এ ধরনের আবিষ্কার এটিই প্রথম। কানাডার ইউকনের ক্লোনডাইক এলাকায় সোনার খনির শ্রমিকরা এটি খুঁজে পান। হিমায়িত অবস্থায় পাওয়া ম্যামথের বাচ্চাটি অন্তত ৩০ হাজার বছর আগের বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের ধারণা এটি নারী প্রজাতির ম্যামথ। স্থানীয় ভাষায় এর নাম রাখা হয়েছে ‘নুুন চো গা’। যার অর্থ বিশাল বাচ্চা প্রাণী। নুন চো গা হলো উত্তর আমেরিকায় আবিষ্কৃত সবচেয়ে সম্পূর্ণ মমিফাইড ম্যামথ। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ হাজার বছরেরও আগে বরফ যুগে নুন চো গা মারা গিয়েছিল এবং পারমাফ্রস্টে হিমায়িত হয়েছিল। সেই সময়ে ইউকন জুড়ে ঘুরে বেড়াতো বন্য ঘোড়া, সিংহ এবং দৈত্যকার স্টেপ বাইসন।

ইউকন সরকারের জীবাশ্মবিদ ড. গ্রান্ট জাজুলা বলেছেন যে শিশু ম্যামথের দেহ উদ্ধার ‘উত্তর আমেরিকার জীবাশ্মবিদ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার’ । জাজুলা দ্য ওয়েদার চ্যানেলকে বলেন, শিশু ম্যামথটি সম্ভবত তার মায়ের সাথে ছিল। কিন্তু এটি পরে মায়ের থেকে আলাদা হয়ে যায় এবং কাদায় আটকে যায়। ক্যালগারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড্যান শুগার বর্ণনা করেছেন যে ম্যামথটিকে কতটা নিখুঁতভাবে সংরক্ষণ করা হয়েছিল, তিনি বলেছেন যে প্রাণীটির পায়ের নখ যেকোনো অক্ষত আছে। এর দেহের লোম, শুঁড় এবং এমনকি অন্ত্রও অক্ষত রয়েছে। প্রেস রিলিজ অনুসারে, ইউকন তার বরফ যুগের জীবাশ্মের ভা-ারের জন্য বিখ্যাত। তবে এই ধরনের আবিষ্কার এর আগে পাওয়া যায়নি। জাজুলা প্রেস রিলিজে লিখেছেন যে “একজন বরফ যুগের জীবাশ্মবিদ হিসাবে, এই ধরণের হিমায়িত ম্যামথের মুখোমুখি হওয়া আমার দেখা স্বপ্নগুলির মধ্যে একটি। সেই স্বপ্ন আজ সত্যি হলো। নুন চো গা সুন্দর এবং পৃথিবীতে আবিষ্কৃত সবচেয়ে অবিশ্বাস্য মমিফাইড বরফ যুগের প্রাণীদের মধ্যে একটি। ‘আফ্রিকান হাতির আকারের উলি ম্যামথ প্রায় ৪,০০০ বছর আগে পর্যন্ত পৃথিবীতে বিচরণ করত। তৎকালীন মানব জাতি তাদের শিকার করে ক্ষুধা নিবারণ করতো। এই শিকার এবং জলবায়ু পরিবর্তন তাদের বিলুপ্তির পথে নিয়ে গেছে ।
সূত্র : sciencealert.com

Exit mobile version