Home বিনোদন গণভবনের আলোচিত সেই ছবি নিয়ে যা বললেন শ্রীলেখা মিত্র

গণভবনের আলোচিত সেই ছবি নিয়ে যা বললেন শ্রীলেখা মিত্র

বিনোদন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে টলিউডের অনেক তারকারাই কথা বলছিলেন। সংকট কাটিয়ে ওঠার পর নতুন বাংলাদেশ নিয়েও তারা কথা বলছেন। সম্প্রতি গণভবনের একাধিক ছবি ভাইরাল। এর মধ্যে একটি ছবি এবং নতুন বাংলাদেশ প্রসঙ্গ একথা বলেছেন টলিউডের অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ভারতীয় সংবাদমাধ্যমে সে কথা উঠে এসেছে।

আন্দোলনের শুরু থেকেই ছাত্রদের পাশে ছিলেন শ্রীলেখা মিত্র। শিক্ষার্থীদের পাশে দাড়াতে বাকিদেরও আহ্বান করেছিলেন তিনি। ২০ জুলাই শ্রীলেখা নিজের ফেসবুক পাতায় লিখেছিলেন, বাংলাদেশি ছাত্রদের বাঁচান। এর কেটে গিয়েছে দুই সপ্তাহ। এই সময়টা বাংলাদেশের জন্য ছিল কঠিন। সবশেষ সোমবার (৫ আগস্ট) গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিনই বিক্ষিপ্ত জনতার এক অংশ প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসে তার বিভিন্ন ছবি। এমনকি একটি ছবিতে দেখা যায় অন্তর্বাস হাতে এক যুবককে। ভাইরাল ছবিটি নিয়ে কম চর্চা হয়নি। এবার সেই ছবির প্রসঙ্গ টেনে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে মুখ খুললে শ্রীলেখা মিত্র। পরিস্থিতি ইতিবাচক মনো করছেন তিনি। শ্রীলেখা বলছেন, ছাত্র আন্দোলনের মধ্যে কোনও অন্যায় ছিল না। তাদের দাবি ন্যায্য, তাই আন্দোলনও নৈতিক। এই রকম ক্ষেত্রে আন্দোলন এত বড় আকার নিলে অনেক সময়ই রাশ হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। দুর্ভাগ্যক্রমে এখানেও তা-ই ঘটেছে।

শ্রীলেখা আরও বলেন, যে ছেলেটি অন্তর্বাস নিয়ে ছবি তুলছে, যে ছেলেটি বঙ্গবন্ধুর মূর্তিতে হাতুড়ি মারছে, তারা বিচ্ছিন্ন নয়। কিন্তু তারাই সব নয়। যে যুবকেরা এতদিন আন্দোলন করলেন, প্রাণ দিলেন শয়ে শয়ে তাদের সঙ্গে ওই মূর্তি ভাঙা ছাত্রদের আমি মিলিয়ে দেখতে চাই না। লড়াই ব্যর্থ হয়নি।

 

Exit mobile version