Home বিনোদন জন্মদিনের পরদিনই বাড়িতে মিললো অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ

জন্মদিনের পরদিনই বাড়িতে মিললো অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ

বিনোদন ডেস্ক : জন্মদিনের পরের দিন নিজের বাড়ি থেকে দক্ষিণী সিনেমার অভিনেত্রী ও কেরেলার নামী মডেল সাহানার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিনেত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে তার স্বামীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের কেরেলার কোঝিকোড়ে।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গতকাল শুক্রবার কোঝিকোড় শহরে নিজের বাড়িতে সাহানাকে ঝুলন্ত অবস্থায় পান পরিবারের সদস্যরা। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অভিনেত্রীর মায়ের অভিযোগ, তার মেয়েকে খুন করেছেন স্বামী সাজ্জাদ। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় সাহানা শেষ বার ফোন করেছিল। জন্মদিনে কী কী করল, সব জানাল। শুক্রবার আসবে দেখা করতে। তার পর হঠাৎ করে আত্মহত্যা করল, এটা মেনে নিতে পারছি না। আমি নিশ্চিত, সাজ্জাদই খুন করেছে।’

সাহানার মায়ের আরও অভিযোগ, সাজ্জাদ প্রায়শই সাহানাকে মেরে ফেলার হুমকি দিতেন।

সূত্র থেকে জানা যায়, কাতারে কাজ করতেন সাজ্জাদ। কিন্তু সাহানা দক্ষিণী সিনেমায় অভিনয় ও বিজ্ঞাপনের কাজ শুরু করার পর তিনি কাতার থেকে ফিরে আসেন। রোজই সাহানার রোজগার করা টাকা দাবি করতেন তিনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলতো- এমনটাই অভিযোগ দক্ষিণী সিনেমার অভিনেত্রী সাহানার মায়ের।

Exit mobile version