Home কানাডা খবর টরন্টোতে দীপাবলি উদযাপন

টরন্টোতে দীপাবলি উদযাপন

অনলাইন ডেস্ক : গত চৌদ্দই নভেম্বর টরন্টোতে উদযাপিত হলো হ্যাপী দিওয়ালি বা শ্যামা পূজা বা কালী পূজা। যদিও ভ্যার্চ্যুয়ালি আয়োজন ছিল তবুও টীম মেম্বারদের জন্য ও পরবর্তীতে ভক্তদের জন্য প্রাদেশিক পরিষদের মাননীয়া সংসদ সদস্য ডলি বেগম উপস্থিত হয়েছিলেন উনার মাসহ। কর্তৃপক্ষের কাছে হস্থান্তর করেন সেনিটাইজার, মাস্কসহ কোভিড প্রতিরোধক সামগ্রী।

বাতি জ্বালিয়ে সবাই মিলে নির্ধারিত ভ্যার্চ্যুয়াল উঙঘঅঞঊ অ উঙখখঅজ অনুষ্ঠানটি উদ্বোধন করেন। বাংলাদেশের জলের গানও ভারতের দোহার ব্যান্ড সঙ্গীত দলসমূহ দুই ঘণ্টা ব্যাপী অনুষ্ঠান পরিবেশন করে। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এ প্রজন্মের মৌটুশী চৌধুরী, দিয়া দেব ও রাত্রি সাহা।

“উত্সব সবার ধর্ম যার যার” এই বিশ্বাসই আমাদের অঙ্গীকার, দীপাবলির আলোয় সকল অন্ধকার দূর হউক!

Exit mobile version