Home কানাডা খবর টরন্টোর ফেয়ারভিউ মলে বন্দুকধারীর গুলিতে নিহত ১

টরন্টোর ফেয়ারভিউ মলে বন্দুকধারীর গুলিতে নিহত ১

অনলাইন ডেস্ক : কানাডার টরন্টো শহরের ফেয়ারভিউ মলের পার্কিং লটে বন্দুকধারীর গুলিতে ১ জন নিহত ও দুইজন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার বিকেলে এ ঘটনা বলে জানিয়েছে সিটিভি নিউজ টরন্টো।

ঘটনার কিছুক্ষণ পরেই বিকেল ৪টার দিকে শেপার্ড অ্যাভিনিউ ইস্ট এবং ডন মিলস রোড এলাকায় পুলিশকে ডাকা হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ২০ বছর বয়সী দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ আরও জানায়, আরেকজনকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় এক ব্যক্তি গাড়িতে করে হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

টরন্টো পুলিশ সার্ভিসের ডিউটি ​​ইন্সপেক্টর মাইক হেইলস বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আমাদের কাছে পর্যাপ্ত তথ্য রয়েছে। হাসপাতালে আহত ব্যক্তির কাছ থেকে আরও কিছু তথ্য পাওয়া যাবে।’

তিনি আরও বলেন, বন্দুকধারীরা শপিং মলের উত্তর দিকের পার্কিং লট থেকে গুলি চালিয়েছে। তারা একটি কালো রঙের সেডান গাড়ি থেকে হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে।

 

Exit mobile version