Home কানাডা খবর পাউডার পণ্য ব্যবহারে হেলথ কানাডার সতর্কতা

পাউডার পণ্য ব্যবহারে হেলথ কানাডার সতর্কতা

অনলাইন ডেস্ক : পাউডারজাত কিছু পণ্য ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে হেলথ কানাডা। গত ২৩ এপ্রিল পর্যন্ত এসব পণ্যের ব্যহারের উপর নিষেধাজ্ঞা ছিল। এখন তা আরো ২ মাস বাড়িয়ে আগামী ২৩ জুন পর্যন্ত করা হয়েছে।

হেলথ কানাডার পক্ষ থেকে বলা হয়েছে, পাউডারজাত এসব পণ্য কসমেটিক্স বা সৌন্দর্য চর্চায় ব্যবহার ঝুকিপূর্ণ বলে প্রাথমিকভাবে দেখা গেছে। তাই এগুলো নিয়ে আরো পরিক্ষা-নিরিক্ষার প্রয়োজন আছে।

হেলথ কানাডা ও এনভায়রনমেন্ট কানাডা যৌথভাবে বিষয়টি নিয়ে কাজ করছে। প্রাথমিকভাবে দেখা গেছে নির্দিষ্ট কিছু পণ্য ত্বকের জন্য ক্ষতিকর। এছাড়া অনেকে ইনহেলার হিসেবেও এসব পণ্য ব্যবহার করেন যা ফুসফুসের জন্য ক্ষতির কারণ হতে পারে।
তবে হেলথ কানাডার মতে খাদ্য তৈরি বা কাগজ রং অথবা সিরামিক তৈরিতে এসব পাউডার ব্যবহারে কোনো সমস্যা নেই। এছাড়া পরিবেশের জন্যও এগুলো ক্ষতিকর নয়। প্রসঙ্গত কানাডাতে শুকনো শ্যাম্পু, খাবার তৈরির পাউডার, শিশুদের যত্ন, প্রাকৃতিক স্বাস্থ্য পরিচর্যাসহ বিভিন্নক্ষেত্রে টেলকম পাওডার ব্যবহার করা হয়।

অনেক মহিলা তাদের বিশেষ অঙ্গ ও শিশুদের ডায়াপারে পাউডার ব্যবহার করেন। এধরনের অতিরিক্ত ব্যবহার অনেক ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে বলে হেলথ কানাডা সতর্ক করেছে। সূত্র : দ্য কানাডিয়ান প্রেস

Exit mobile version