Home আন্তর্জাতিক মালির সেনা অভ্যুত্থানের ঘটনায় জাতিসংঘের নিন্দা

মালির সেনা অভ্যুত্থানের ঘটনায় জাতিসংঘের নিন্দা

অনলাইন ডেস্ক : মালিতে সেনা অভ্যুথানের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
মালিতে সেনা অভ্যুত্থানের পর ক্ষমতা গ্রহণ করেছে দেশটির সেনাবাহিনী। ইতোমধ্যে পদত্যাগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা। এমন ঘটনায় নিন্দা প্রকাশ করেছে জাতিসংঘ। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকেও এই এই অভ্যুত্থানের ঘটনায় নিন্দা জানানো হয়েছে।

বুধবার জাতিসংঘের পক্ষ থেকে অভ্যুত্থানের সময় আটক হওয়া সকল সরকারি কর্মকর্তাদের দ্রুত মুক্তি এবং সাংবিধানিক শাসন পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য মালির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

এদিকে মালির সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, তারা এভাবে ক্ষমতা গ্রহণ না করলে দেশটিতে আরো বিশৃঙ্খলা তৈরি হতো। মালিতে একটি নতুন নির্বাচন আয়োজন করা হবে বলেও জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

মালির অভ্যুত্থানের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এক টুইট বার্তায় বুধবার তিনি ওই ঘটনার তীব্র নিন্দা জানান। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোও মালিতে বেসামরিক সরকার ফেরানোর দাবি করেছেন।

২০১৮ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসেন মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা। তবে মালিতে দুর্নীতি, অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং সাম্প্রদায়িক সংঘর্ষের কারণে জনরোষের মুখে পড়েন প্রেসিডেন্ট কেইতা । বিবিসি।

Exit mobile version