Home কানাডা খবর মুসলিমদের সাথে ইফতারে ভার্চুয়ালি যোগ দিলেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো

মুসলিমদের সাথে ইফতারে ভার্চুয়ালি যোগ দিলেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো

অনলাইন ডেস্ক : কানাডার মুসলিম সম্প্রদায়ের সাথে ইফতারে যোগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একথা টুইটারে নিজেই প্রকাশ করে অন্যদেরও ইফতারে যোগ দিতে আহবান জানান তিনি। কানাডায় মুসলিম সম্প্রদায়ের বহু অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে ট্রুডো টুইটে লিখেন, রমজান মুবারক! গত কয়েক বছর ধরেই, আমি পাপাইনো, সেরে, মিসিসাগা থেকে শুরু করে সর্বত্র লোকজনের সাথে ইফতারে যোগ দিয়েছি। এখন আমি একটি ইফতারে ভার্চুয়ালি যোগ দিচ্ছি। রমজান উপলক্ষে এবং আমাদের দেশে মুসলিম সম্প্রদায়ের যে অবদান রয়েছে তা উদযাপনে আমাদের সাথে ইফতারে যোগ দিন।

উল্লেখ্য, এ বছর পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিমকে এক ভিডিওবার্তায় শুভেচ্ছা জানিয়েছিলেন জাস্টিন ট্রুডো। টুইটারে প্রকাশিত ওই ভিডিওবার্তার শুরুতেই ‘আসসালামু আলাইকুম’ বলে মুসলিমদের সালাম দিতে দেখা গিয়েছিল কানাডার প্রধানমন্ত্রীকে।

Exit mobile version