অনলাইন ডেস্ক : নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি অবশেষে তাঁর সরকারি বাসভবন নিয়ে জল্পনার অবসান ঘটিয়েছেন। সোমবার তিনি নিশ্চিত করেছেন, আগামী জানুয়ারিতে তিনি ও তাঁর স্ত্রী রামা দুয়াজি ঐতিহাসিক গ্রেসি ম্যানশনে উঠছেন।
গত সপ্তাহেও মামদানি জানিয়েছিলেন, বাসস্থান সম্পর্কিত সিদ্ধান্ত এখনো চূড়ান্ত করেননি। তবে নতুন বিবৃতিতে তিনি জানান, পরিবারের নিরাপত্তা এবং নিউইয়র্ক নাগরিকদের জন্য তাঁর ‘অ্যাফোর্ডেবিলিটি অ্যাজেন্ডা’ বাস্তবায়নকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
মামদানি বলেন, “নিউইয়র্কবাসী যে অ্যাজেন্ডার জন্য আমাকে ভোট দিয়েছে, এখন থেকে আমার পুরো মনোযোগ সেই দিকেই থাকবে।”
নতুন দায়িত্বের প্রস্তুতি হিসেবে তিনি তাঁর কুইন্সের অ্যাস্টোরিয়া এলাকার ভাড়া বাড়িকে বিদায় জানিয়েছেন। মাসে ২ হাজার ৩০০ ডলার ভাড়ার এক বেডরুমের সেই অ্যাপার্টমেন্টে এতদিন পরিবারের সঙ্গে থাকতেন তিনি।
অন্যদিকে, ১৭৯৯ সালে নির্মিত গ্রেসি ম্যানশন একসময়কার ব্যক্তিগত প্রাসাদ হলেও ১৯৪০-এর দশক থেকে নিউইয়র্ক সিটির মেয়রদের সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ১১ হাজার বর্গফুট আয়তনের এই প্রাসাদের বর্তমান বাজারমূল্য প্রায় ১০০ মিলিয়ন ডলার। এটি ম্যানহাটনের ইয়র্কভিল এলাকায় ইস্ট এন্ড অ্যাভিনিউর ৮৮তম স্ট্রিটে অবস্থিত।
উল্লেখ্য, জোহরান মামদানি আগামী ১ জানুয়ারি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেবেন।
