Home কানাডা খবর ৫০০ ফ্লাইট বাতিলের পরিকল্পনা কানাডার, জানা গেল কারণ

৫০০ ফ্লাইট বাতিলের পরিকল্পনা কানাডার, জানা গেল কারণ

অনলাইন ডেস্ক : ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে ফ্লাইট অ্যাটেনডেন্টদের সমঝোতা না হওয়ায় শনিবার সকালে সব ধরনের ফ্লাইট বাতিল ঘোষণা করতে যাচ্ছে এয়ার কানাডা। খবর আল জাজিরা

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এয়ার কানাডা জানিয়েছে, আজ দিনের শেষে কয়েক ডজন এবং শুক্রবার প্রায় ৫০০ ফ্লাইট বাতিল হতে পারে। এতে ১ লাখ যাত্রী দুর্ভোগে পড়তে পারেন। কারণ হিসেবে বলা হয়েছে- তাদের ফ্লাইট অ্যাটেনডেন্টরা শনিবার ধর্মঘট করতে পারেন।

এয়ার কানাডার নির্বাহী এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন। কিন্তু ইউনিয়নের সদস্য প্লাকার্ড হাতে বিক্ষোভ করায় তিনি দ্রুত সময়ের মধ্যেই সংবাদ সম্মেলন শেষ করেন।

এয়ার কানাডার প্রধান পরিচালক মার্ক নাসর বলেন, ২৫০ এর বেশি বিমান নিয়ে ৬৫টিরও বেশি দেশে ফ্লাইট পরিচালনার মতো জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় তাদের সেবা ধীরে ধীরে বন্ধ করতে হচ্ছে।

এয়ার কর্মীদের বিক্ষোভের ফলে দেশটির পর্যটক খাত ব্যাপক ক্ষতি হবে। কারণ গ্রীষ্মকালীন সময়ে দেশটিতে ব্যাপক পর্যটকের সমাগত ঘটে। যার চাপ পড়ভে লিবারেল সরকারের প্রধানমন্ত্রী মার্ক কার্নির ওপর।

এয়ার কানাডা এবং স্বল্পমূল্যের বিমান সংস্থা এয়ার কানাডা রুজ প্রতিদিন প্রায় ১ লাখ ৩০ হাজার যাত্রী পরিবহন করে। এয়ার কানাডা যুক্তরাষ্ট্রে সর্বাধিক ফ্লাইট পরিচালনাকারী বিদেশি বিমান সংস্থা।

যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইনস, যা এয়ার কানাডার কোড শেয়ার অংশীদার। তারা জানিয়েছে, যাত্রীদের ভ্রমণ পরিচালনায় সহায়তা করতে একটি ট্রাভেল ওয়েভার জারি করেছে।

Exit mobile version