অনলাইন ডেস্ক : কানাডার অর্থনীতিতে গত অক্টোবর মাসে ৩১ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে। আগের সেপ্টেম্বর মাসের তুলনায় এই সংখ্যা কিছুটা কম হলেও এতে দেশের সার্বিক বেকারত্বের হার কমে ৬.৭ শতাংশে দাঁড়িয়েছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, অক্টোবরে নতুন কর্মসংস্থানের হার আরো বেশি হবে বলে তাদের আশা ছিল। কানাডা পরিসংখ্যান বিভাগ গত শুক্রবার এক প্রতিবেদনে জানায়, কানাডার চাকুরির বাজার অক্টোবর মাসে ০.২% বৃদ্ধি পেয়েছে।
ব্যাংক অব মন্ট্রিলের অর্থনীতিবিদ ডোগ পটার বলেন, গত মাসে কানাডার ১০ টি প্রদেশের মধ্যে ৫ টি নতুন কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সবচেয়ে বেশি ১০ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে অন্টারিওতে। অন্যদিকে সাসকাচুয়ানে ৬,৫০০ এবং আলবার্টায় ৯ হাজার লোক চাকুরি হারিয়েছে। পরিসংখ্যান অফিসের তথ্যমতে করোনায় চাকুরি হারানো অনেকে এখনো কর্মহীন রয়েছে। অক্টোবর পর্যন্ত কমপক্ষে ৬ মাস বেকার থাকা লোকের সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার। গত এপ্রিলে এই সংখ্যা ছিল সবচেয়ে বেশি ৪ লাখ ৮৬ হাজার জন।
গত সেপ্টেম্বর মাসে বেকারত্বের হার ছিল ৬.৯%, যা গত মাসে ০.২%, কমে দাড়িয়েছে ৬.৭%। করোনা মহামারী শুরুর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে কানাডায় বেকারত্বের হার ছিল ৫.৭%। অর্থাৎ কানাডার জব মার্কেট এখনো করোনা শুরুর আগের অবস্থায় পৌঁছাতে পারেনি।
অর্থনীতিবিদরা অক্টোবরে আরো বেশি কর্মসংস্থানের আশা করেছিলেন। কিন্তু করোনার ৪র্থ ঢেউয়ের কারণে তাদের পূর্বাভাস সফল হয়নি। নভেম্বরে চাকুরির বাজার কি হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। সূত্র : সিবিসি
