Home কানাডা খবর অন্টারিওর সব প্রাপ্তবয়স্কদের জন্য চতুর্থ ডোজ টিকা চালুর আহ্বান

অন্টারিওর সব প্রাপ্তবয়স্কদের জন্য চতুর্থ ডোজ টিকা চালুর আহ্বান

অনলাইন ডেস্ক : অন্টারিওর সব প্রাপ্তবয়স্ক বাসিন্দার জন্য কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় বুস্টার ডোজ চালু করার আহ্বান জানিয়েছেন ডাক্তাররা। বর্তমানে প্রদেশটিতে করোনার চতুর্থ ডোজ (দ্বিতীয় বুস্টার ডোজ) কেবল ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তি, আদাবাসী ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের জন্য চালু রয়েছে। জনস্বাস্থ্য অন্টারিওর তথ্য অনুসারে, প্রায় ৭৪ লাখ অন্টারিওবাসী একটি করে বুস্টার ডোজ পেয়েছেন। এদের মধ্যে প্রায় ৯০ ভাগই প্রথম বুস্টার ডোজ অন্তত পাঁচ মাস আগে গ্রহণ করেছেন।

গবেষণায় দেখা গেছে, বুস্টার ডোজ দেয়ার চার মাস পরে এটি কিছু কার্যকারিতা হারাতে শুরু করে। যার ফলে অন্টারিওর প্রশাসনকে বারংবার করোনার দ্বিতীয় বুস্টার ডোজ প্রদানের সক্ষমতা বাড়াতে আহবান জানানো হচ্ছে, এটি ভ্যাকসিনের চতুর্থ ডোজ সমতুল্য।
অটোয়ার পারিবারিক চিকিৎসক ডাঃ নিলি কাপলান-মির্থ বলেন, “আমরা জানি এই ভ্যাকসিন থেকে যে সুরক্ষা পাওয়া যায় তা গুরুতর অসুস্থতা এবং মৃত্যু কমাতে কার্যকর। তবে এর কার্যকারিতা কমে আসছে, বলেন তিনি। বর্তমানে কোভিড-১৯ এর চতুর্থ ডোজ বা দ্বিতীয় বুস্টার ডোজ কেবল একটি অংশের বাসিন্দাদের জন্য নির্ধারিত রাখা হয়েছে।
অন্টারিওর যারা (৭৪ লাখ) গত শীত মৌসুমে প্রথম বুস্টার ডোজ গ্রহণ করেছেন তাদের মধ্যে কেবল ১৪ লাখ দ্বিতীয় বুস্টার ডোজের জন্য মনোনীত হয়েছেন। অর্থাৎ প্রায় ৬০ লাখ অন্টারিওবাসী দ্বিতীয় ডোজ থেকে বঞ্চিত হচ্ছেন।

সিবিসি নিউজ গত সপ্তাহে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছিল যে, অন্টারিওর কাছে বর্তমানে কতগুলি ভ্যাকসিন ডোজ স্টকে রয়েছে। তারা কোন উত্তর দেননি। প্রতিবেশি কুইবেকে সব প্রাপ্তবয়স্করা মে মাসেই চতুর্থ ডোজ পাওয়ার জন্য উপযুক্ত হয়েছেন।
টিকা সংক্রান্ত জাতীয় উপদেষ্টা কমিটি (এনএসিআই) গত সপ্তাহে বলেছে, প্রদেশগুলির উচিত কোভিড-১৯ সংক্রমণ থেকে গুরুতর রোগের উচ্চ ঝুঁকিতে থাকা সব মানুষের জন্য এই শরতে একটি বুস্টার ডোজের ব্যবস্থা করা। আগে তারা কয়টা ডোজ পেয়েছে তা দেখার প্রয়োজন নেই বলেও পরামর্শ দিয়েছে উপদেষ্টা কমিটি। এই সুপারিশটি ৬৫ বছর বা তার বেশি বয়সের প্রত্যেকের জন্য প্রযোজ্য। এনএসিআই বলেছে, ”১২ থেকে ৬৪ বছর বয়সী লোকেদেরও শরতে বাড়তি ডোজ দেয়া যেতে পারে।”

তবে দ্বিতীয় বুস্টার ডোজ প্রদানে অন্টারিওর বর্তমান নীতি পরিবর্তনের কোন আভাস পাওয়া যায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সিবিসি নিউজকে পাঠানো এক ই-মেইলে বলেছেন, “আমরা এনএসিআই-এর সা¤প্রতিক নির্দেশিকা পর্যালোচনা করছি এবং আগামী কয়েক সপ্তাহ শরতের বুস্টার ডোজ প্রদানের বিষয়ে বিস্তারিত জানাবো।”

গ্রেটার টরন্টো এলাকার জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ স্টিভ ফ্লিন্ডাল প্রদেশের সব প্রাপ্তবয়স্কদের জন্য অতিরিক্ত বুস্টার ডোজ চালু করার পক্ষে পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, সমস্যা মোকাবেলায় চতুর্থ ডোজ দেয়ার এখনই সময়। তিনি উদ্বেগ জানিয়ে আরো বলেন, একটি ডোজ থেকে অপরটির দীর্ঘ ব্যবধানের ফলে লোকেরা কম শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা আহরণ করবে।

তিনি ও ডাঃ ক্যাপলান-মির্থ এও উল্লেখ করেছেন যে, ৬০ বছরের কম বয়সী ব্যক্তিরা যারা চতুর্থ ডোজের জন্য উপযুক্ত নয়, তারা বর্তমানে বয়স্ক লোকদের তুলনায় করোনায় সংক্রামিত হওয়ার ক্ষেত্রে বেশি ঝুঁকিতে রয়েছে; কারণ তারা কর্মক্ষত্রে রয়েছেন। কাপলান-মির্থ বলেছেন, “ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীরা অসুরক্ষিত পরিস্থিতিতে থাকবেন, এমনটা আশা করা আসলে অযৌক্তিক।” সিবিসি

Exit mobile version