বাহারুল হক

আমার নাম নেই দিগন্তের কোন প্রান্তে, কোন কিছুতে,
না সাহিত্যে, না নাট্য, নৃত্য, চিত্র, এমন কোন শিল্পে, না বিজ্ঞানে,
না দর্শনে, না তর্কশাস্ত্রে, না রাজনৈতিক কোন অঙ্গনে।
আমি কিছুই করতে পারিনি;
আমি মার্টিন লুথার কিংয়ের মত কতবার বলেছি
“আই হেভ এ ড্রিম”
কি সে ড্রিম কেউ জানতে চায়নি।
আমি অলৌকিক, আমি কাল্পনিক, আমি বেদিশা দিশার
আমি খুঁজি ভুবনমোহিনী, দুঃখতারিনী মহা শক্তিধর এক জুপিটার।
আমি সময়ের কেউ নই, সময় আমাকে বেঁধে রাখেনি,
সুর্য্য উঠে, ভোর হয়, দিন হয়, রাত্রি হয়, এ সবে আমার কী?
আমি ঝিঁ ঝিঁ পোকার পাখায় কাঁপন দেখেছি,
আমি দিঘীর জলে নীল পদ্ম দেখেছি,
গোলাপের বুকে ভোমরার উচ্ছ¡াস দেখেছি,
আমি নাগ শিশুর নিঃশব্দ বিচরন দেখেছি
বনে বনে আমি চপলা হরিনীর উল্লম্ফন দেখেছি,
দেখেছি আপনা প্রেমে উচ্ছল অনিন্দ সুন্দর নার্সিসাস,
উদম শরীর নদী তীরে রেখে শুধু ফেলতে দীর্ঘশ্বাস।
আমি কিছু বলিনি।