Home বিনোদন আরিয়ানের মুক্তি, শাহরুখকে অক্ষয়-সালমানের ফোন

আরিয়ানের মুক্তি, শাহরুখকে অক্ষয়-সালমানের ফোন

বিনোদন ডেস্ক : ২৬ দিন হাজতে কাটিয়ে ‘মান্নাত’-এ ফিরেছেন আরিয়ান খান। শাহরুখের বাড়ির বাইরে উৎসবের আমেজ। শাহরুখের ছেলে বন্দিদশা কেটেছে ঠিকই। কিন্তু ঘিরে রয়েছে নিয়মকানুনের বেড়াজাল। এখন বেশ কিছু দিন ‘মান্নাত’-এর বাইরে পা রাখবেন না তারকা-সন্তান।

কয়েকটি শর্তে জামিন দেওয়া হয়েছে আরিয়ানকে। বিশেষ আদালতের কাছে পাসপোর্ট জমা রাখতে হবে। দেশের বাইরে এই মুহূর্তে কোথাও যেতে পারবেন না আরিয়ান। দেশের মধ্যে কোথাও যেতে হলেও জানাতে হবে তদন্তকারী অফিসারকে। আপাতত লোকচক্ষু থেকে তাকে আড়ালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বাবা-মা। অর্থাৎ ঘর ছেড়ে এই মুহূর্তে কোথাও বেরোবেন না আরিয়ান।

খান পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তির কথায়, ‘বাড়ির বাইরে এখন চিত্রগ্রাহকেরা থাকবেন। তাই আরিয়ান এখন বেরোবে না।” আরিয়ানের বন্ধুদেরও এই মুহূর্তে তার সঙ্গে দেখা করার অনুরোধ জানিয়েছে তার পরিবার।

আরিয়ানের জামিনের খবরে খুশি কিং খানের বন্ধুরা। তাকে অভিনন্দন জানাতে ইতিমধ্যেই ফোন করছেন সালমান খান এবং অক্ষয় কুমার। আরিয়ান গ্রেফতার হওয়ার পর শাহরুখের বাড়িতে একাধিক বার ছুটে গিয়েছিলেন সালমান। খান পরিবারের সঙ্গেই দুশ্চিন্তায় দিন কেটেছে তারও। আরিয়ানের সাময়িক মুক্তিতে আশ্বস্ত তিনি।

Exit mobile version