বিনোদন ডেস্ক : নিজের প্রথম একক গান ‘সেভেন’ দিয়ে বাজিমাত করেছিলেন অনেক আগেই। তবে এবার এ গান দিয়েই বিটিএস তারকা জাংকুক গড়লেন ইতিহাস।

নেটদুনিয়ায় চলতি বছরের ১৪ জুলাই ‘সেভেন’ গানটি প্রকাশ পাওয়ার পরপরই রেকর্ড গড়ে। দ্য কোরিয়া হেরাল্ডের খবর অনুযায়ী, জাংকুক তার প্রথম একক গান ‘সেভেন’ দিয়ে বিলবোর্ডের ‘হট ১০০’ তালিকার শীর্ষে উঠেন। ‘গ্লোবাল- ২০০’-তেও শীর্ষস্থান দখল করে গানটি।

যুক্তরাজ্যের অফিসিয়াল চার্টে এ একক গান তৃতীয় স্থান দখল করেছে। এদিকে বিলবোর্ডের খবর অনুযায়ী, নেটদুনিয়ায় প্রকাশের প্রথম সপ্তাহেই ডিজিটাল প্ল্যাটফর্মে ২১ মিলিয়নের বেশি বার গানটি শুনেছেন নেটিজেনরা। প্রথমদিকে দেড় লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে গানটির। রেডিওতে জাংকুকের ভালোবাসার গান ‘সেভেন’ প্রকাশের প্রথমদিকেই ৬ মিলিয়ন বার প্রচার হয়েছে।

এ গানটিতে জাংকুক নিজের ভালোবাসার অনুভূতি প্রকাশ করেছেন সাতদিনের বারের নাম দিয়ে। গানের মাধ্যমে জানিয়েছেন, শুধু সপ্তাহ নয়, প্রতিটি মুহূর্ত তিনি তার ভালোবাসার মানুষটিকে ভালোবাসেন।

সমীক্ষা বলছে, কোরীয় শিল্পীদের মধ্যে দ্বিতীয় কোনো শিল্পী হিসেবে তালিকার শীর্ষ স্থানে এসেছেন জাংকুক। শুধু তাই নয়, সম্প্রতি মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাইয়ে এ গানটি দ্রুততম গান হিসেবে ৯০০ মিলিয়ন স্ট্রিম অতিক্রম করেছে। তাদের হিসাব মতে, মাত্র ৯২ দিনে ৯০০ মিলিয়ন ছাড়িয়ে গানের দুনিয়ার ইতিহাসে অনন্য রেকর্ড গড়েছে জাংকুকের ‘সেভেন’ গানটি।

একক গান ‘সেভেন’ মূলত পপ তারকা জাংকুকের প্রথম একক অ্যালবাম ‘গোল্ডেন’-র একটি গান। আগামী ৩ নভেম্বর এ অ্যালবাম মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ অ্যালবামে জাংকুকের একক গান ‘সেভেন’ ও ‘থ্রিডি’ সহ সর্বমোট নতুন ১১টি গান থাকবে।