গত ২৫ নভেম্বর, ২০২১ বৃহস্পতিবার সকালে এক প্রেস কনফারেন্সে, ডলি বেগম, এমপিপি অন্টারিওতে ইন্টারন্যাশনালী ট্রেইন্ড প্রফেশনাল, বিশেষতঃ স্বাস্থ্যখাতে প্রশিক্ষিত ও অভিজ্ঞ প্রফেশনাল (যেমন : ডাক্তার, নার্স) দের যোগ্যতার স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তার নিয়ে কথা বলেন। অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টে স্কারবোরো- সাউথওয়েস্টে থেকে নির্বাচিত এনডিপির (নিউ ডেমোক্রেটিক পার্টি) দলীয় এমপিপি ডলি বেগম, যিনি পার্লামেন্টে সিটিজেনশিপ, ফরেন ক্রেডেনশিয়াল এবং ইমিগ্রেশন সার্ভিসের ক্রিটিক, বলেছেন যে, অন্টারিওতে আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত স্বাস্থ্যসেবা পেশাদাররা তাদের অর্জিত ডিগ্রীর প্রত্যায়ন পেতে এবং কাজ খুঁজে পেতে বিভিন্ন পদ্ধতিগত বাধার সম্মুখীন হন। ডলি বেগম ক্ষোভের সাথে বলেন যে সারা অন্টারিওতে স্বাস্থ্যসেবা কর্মীদের গুরুতর ঘাটতি থাকা সত্তে¡ও সরকার বিভিন্ন ইমিগ্র্যান্ট কমিউনিটিতে বসবাসরত হাজার হাজার ইমিগ্র্যান্ট ডাক্তার ও নার্স, যাঁরা বিভিন্ন দেশে দীর্ঘ্য অভিজ্ঞতা নিয়ে লক্ষ মানুষের চিকিত্সা করেছেন, তাঁদের যোগ্যতার যথাযথ মূল্যায়ন করতে রাজি হচ্ছেননা। এমপিপি ডলি বেগমের সাথে যোগ দিয়েছিলেন অন্টারিওর আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত চিকিত্সকদের চেয়ার ড. মাকিনি ম্যাকগুয়ার-ব্রাউন, কানাডার আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত ডেন্টিস্ট অ্যাসোসিয়েশনের পরিচালক ডাঃ লুকা সালভাদর, এবং আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত মেডিকেল ডক্টরস কানাডা নেটওয়ার্কের চেয়ার ডাঃ শফি ভূঁইয়া ।
ডলি বেগম বলেন, “কানাডার অভিবাসন প্রক্রিয়া বিশ্বের বিভিন্ন দেশের সুপ্রশিক্ষিত এবং দক্ষ প্রফেশনালদের আকর্ষণ করে। এইসব অভিবাসীদের প্রশিক্ষণ ও দক্ষতা আমাদের দেশের প্রয়োজন বলেই নিশ্চই ইমিগ্রেশন কর্তৃপক্ষ এমনভাবে কর্মসূচিটি পরিচালনা করেন। কিন্তু অন্টারিও প্রদেশের ত্রুটিপূর্ণ, অযৌক্তিক এবং ক্ষেত্রবিশেষে অন্যায্য সার্টিফিকেশন ব্যবস্থা এইসব দক্ষ অভিবাসীদের নিজ পেশায় প্রয়োজনীয় সার্টিফিকেশন পেতে বিভিন্ন বাধার সৃষ্টি করে। অনেক ক্ষেত্রেই এইসব বাধা সিস্টেমিক এবং বৈষম্যমূলক। কভিড-১৯ মহামারী দেখিয়েছে অন্টারিওর সামাজিক ও অর্থনৈতিক সুস্থতার জন্য স্বাস্থ্যসেবা কর্মীরা কতটা গুরুত্বপূর্ণ, সেইসাথে এটাও দেখিয়েছে যে প্রয়োজনের তুলনায় ওন্টারিওতে স্বাস্থকর্মীদের সংখ্যা কতটা অপ্রতুল। আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত পেশাদারদের জন্য বাধা কমাতে ফোর্ড সরকারের প্রস্তাবিত আইনে স্বাস্থ্যসেবা কর্মীদের বাদ দেওয়া হয়েছে । এই আইনে দক্ষ ডাক্তার, নার্স, ডেন্টিস্ট এবং অন্যান্য স্বাস্থ্য পেশাদারদের জন্য অন্টারিওতে কাজ করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং প্রমাণপত্রাদি পাবার ক্ষত্রে বাস্তবসম্মত পথ তৈরি করতে ব্যর্থ হয়েছে। সরকারের প্রস্তাবে তাঁদের কানাডিয়ান অভিজ্ঞতা অর্জনের কোনো সুযোগ তৈরী করে দেয়া হয়নি।” সরকারের এই প্রস্তাব আসল প্রতিবন্ধকতাগুলোর দিকে না তাকিয়ে তাড়াহুড়ো করে জোড়াতালি দিয়ে সময় পার করার প্রচেষ্টা মাত্র বলে ডলি ক্ষোভ প্রকাশ করেন।
“আরবিসি ইকোনমিক্স রিপোর্ট, ২০২১ অনুসারে, কানাডা জুড়ে অভিবাসীরা কানাডায় জন্মগ্রহণকারীদের তুলনায় ১০ শতাংশ কম উপার্জন করে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত এমন অভিবাসীদের মধ্যে শুধুমাত্র ৩৮ শতাংশ অভিবাসী এমন পেশায় কাজ করে যার জন্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রয়োজন। সরকারকে অবশ্যই আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত প্রফেশনাল এবং স্থানীয়ভাবে ঐসব পেশার নিয়ন্ত্রক সংস্থাগুলির সাথে কাজ করতে হবে যাতে আমাদের প্রদেশের এই বিপুল সম্ভাবনা উপলব্ধি করার উপায় তৈরি করা যায়। ডলি বলেনঃ আমরা অন্যায় কোনো সুবিধা বা ছাড় চাইনা, আমরা নিজেদের যোগ্যতা আর অভিজ্ঞতা প্রমান এবং প্রয়োগের সুযোগ চাই।”