Home কানাডা খবর “বিল-৯৮’ পার্লামেন্টে সফলতার সহিত পাশ করতে সক্ষম হয়েছি” -এমপিপি ডলি বেগম

“বিল-৯৮’ পার্লামেন্টে সফলতার সহিত পাশ করতে সক্ষম হয়েছি” -এমপিপি ডলি বেগম

সুহেল ইবনে ইসহাক: অন্টারিও প্রদেশের পার্লামেন্টে একমাত্র বাংলাদেশী প্রতিনিধি, স্কারবোরো সাউথওয়েস্ট নির্বাচনী এলাকার বিগত নির্বাচনে এনডিপি’র নির্বাচিত এমপিপি ইতিহাস সৃষ্টিকারী বাঙালি প্রার্থী ডলি বেগম বলেন, “স¤প্রতি ইন্টারন্যাশনাল ট্রেইন্ড প্রফেশনালদের জন্য ‘বিল-৯৮’ সফলতার সহিত পার্লামেন্টে পাশ করতে সক্ষম হয়েছি। যেখানে বিশ্বের বিভিন্ন দেশ হতে আগত ট্রেইনড প্রফেশনাল যারা অনেক বছরের অভিজ্ঞতা নিয়ে এখানে এসেছেন।”

গত ২১ এপ্রিল দুপুর ১ ঘটিকায় কিংস্টনে স্কারবোরো সাউথ-ওয়েস্টের এনডিপির নির্বাচনী অফিসে কানাডার সাপ্তাহিক বাংলা কাগজের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি আরো বলেন, “এখানে আসার পর তাঁরা আমাদের কমিউনিটিকে কন্ট্রিবিউট করতে সক্ষম হচ্ছেন না। যেমন: একজন ডাক্তার তিনি তার স্বীয় পেশায় কাজ করতে পারছেন না বা সুযোগ পাচ্ছেননা। “বিল-৯৮” ইন্টারন্যাশনাল ট্রেইনড প্রফেশনালদের সে সুযোগ সৃষ্টি করে দেবে। আমি আমাদের কমিউনিটির বিভিন্ন প্রফেশনালদের সাথে কথা বলে উনাদের ফিডব্যাক নিয়ে পার্লামেন্টে উপস্থাপিত বিলের ঘাটতির জায়গায় কমপ্লিমেন্ট দিয়েছি, আশা রাখি কয়েক সপ্তাহের মধ্যেই হেলথ কেয়ার ওয়ার্কার দেরও ইনক্লুড করা হয়ে যাবে। এটা আমাদের জন্য অনেক বড় একটা অর্জন।”

Exit mobile version