টরেন্টো ভিত্তিক সমাজ হিতৈষী মূলক সংস্থা “বাংলাদেশ মুসলিম ফিউরিনাল সার্ভিসেসের”
(www.bmfs.ca) যাত্রার প্রায় ছয় মাস হতে চললো। মূলত বাংলাদেশী সুন্নী মুসলিম কমিউনিটির সদস্যদের মৃত্যু পরবর্তী যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকে এ সংস্থাটি। বাংলাদেশী কমিউনিটির বাইরে অন্যান্য কমিউনিটির সুন্নী মুসলিম সদস্যদের জন্য ও এই সেবার পরিধি বিস্তৃত রয়েছে। মৃত ব্যক্তির দাফন সংক্রান্ত যাবতীয় খরচ মৃত সদস্যের পরিবার ছাড়া সংস্থাটির বাকী সকল সদস্যরা সমানভাবে বহন করে থাকেন এই প্রতিষ্ঠানটির মাধ্যমে। টরন্টোর বাইরে কানাডার অন্যান্য বড় বড় শহর যেমন মন্ট্রিয়েল, অটোয়া, এডমন্টন, ক্যালগেরি, সাসকাটুন ও রেজিনা তে-ও? এর সেবা কার্যক্রম চলমান রয়েছে।
একজন আবেদনকারী নিজের জন্য একশত ডলার এবং পরিবারের স্ত্রী/স্বামী ও অবিবাহিত সন্তান জনপ্রতি ১৫ ডলার দিয়ে এ সংস্থার সদস্য হতে পারবেন। বিনিময়ে মূল আবেদনকারী ও পরিবারের অন্যান্য সদস্যের প্রত্যেকের মৃত্যু পরবর্তী জানাজা, দাফন সহ সংশ্লিষ্ট অন্যান্য সমস্ত কার্যক্রম এই সংস্থা তাঁদের স্বেচ্ছাসেবী দিয়ে পরিচালনা করে থাকে। ইতিমধ্যেই এ সংস্থার সদস্য সংখ্যা ৫৫০ অতিক্রম করেছে। গত তিন মাসে টরন্টো ও মন্ট্রিয়েলে এই সংস্থাটি তাদের ৪ জন সদস্যদের দাফন কার্যক্রম সুন্দ্ররভাবে সম্পন্ন করেছেন।
প্রতিষ্ঠানটি কমিউনিটিতে দিন দিন ব্যপক জনপ্রিয় হয়ে উঠছে। তাঁদের এই মহতী উদ্যোগের জনসাধারণ ব্যাপক ভাবে অংশগ্রহণ করছে এবং দ্রুতই প্রতিষ্ঠানটির সদস্য সংখ্যা বেড?ে চলেছে। কমিউনিটির সদস্যগণ আশা করেন যে ভবিষ্যতে এই সংস্থা তাঁদের কার্যক্রমের আওতা ও পরিধি আরো বিস্তৃত করবেন? যাতে করে আরও বেশি সংখ্যক কমিউনিটি সদস্যকে এই সেবার আওতায় নিয়ে আসা যায়। প্রতিষ্ঠানটির সাথে যোগাযোগের সকল ফোন নাম্বার ও ইমেইল এড্রেস তাদের ওয়েবসাইট www.bmfs.ca তে দেয়া আছে। কেউ সদস্য হতে চাইলে সেখানেই অনলাইনে সদস্যপদ পুরনো করতে পারবেন। এ সংক্রান্ত তথ্য জানার জন্য আপনারা চাইলে তাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। তাদের সাইটটি www.bmfs.ca ।