অনলাইন ডেস্ক : কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় খুন হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি দরশন সিং সাহসি। এই হত্যার দায় স্বীকার করেছে ভারতের কুখ্যাত সন্ত্রাসী লরেন্স বিষ্ণোই গ্যাং। গ্যাংয়ের সদস্য গোল্ডি ঢিলন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে দাবি করেছে, মাদক ব্যবসায় জড়িত থাকা এবং গ্যাংকে অর্থ না দেওয়ায় সাহসিকে হত্যা করা হয়েছে। সূত্র: এনডিটিভি
পাঞ্জাবের লুধিয়ানা জেলার রাজগড় গ্রামের বাসিন্দা দরশন সিং সাহসি ১৯৯১ সালে কানাডায় অভিবাসন নেন। শুরুতে নানা ধরনের ছোটখাটো কাজ করলেও পরে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত একটি টেক্সটাইল রিসাইক্লিং কোম্পানি ‘ক্যানাম ইন্টারন্যাশনাল’-এর অংশীদারিত্ব কেনেন। পরবর্তীতে প্রতিষ্ঠানটিকে তিনি বিশ্বখ্যাত কোম্পানিতে রূপান্তরিত করেন।
সাহসি ছিলেন ক্যানাম ইন্টারন্যাশনাল-এর প্রেসিডেন্ট। প্রতিষ্ঠানটি স্বচ্ছ ও টেকসই ব্যবসায়িক মডেলের জন্য পরিচিত। কোম্পানিটি পুনর্ব্যবহার, ডাউনসাইক্লিং এবং যান্ত্রিক পুনঃপ্রক্রিয়াকরণের মাধ্যমে বস্ত্র পুনরুদ্ধারে কাজ করে—প্রতিদিন প্রায় পাঁচ লাখ পাউন্ড টেক্সটাইল প্রক্রিয়া করা হয় বলে কোম্পানির ওয়েবসাইটে উল্লেখ রয়েছে।
প্রতিষ্ঠানটিতে বহু পাঞ্জাবি বংশোদ্ভূত কর্মী কাজ করেন এবং ভারতের গুজরাটের কাণ্ডলায়ও তাদের ব্যবসায়িক কার্যক্রম রয়েছে। ব্যবসার পাশাপাশি সাহসি নানা সামাজিক ও দাতব্য কাজে সক্রিয় ছিলেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, খুনিরা আগে থেকেই সাহসির জন্য ওত পেতে ছিল। ২৭ অক্টোবর সকালে সাহসি নিজের বাড়ির সামনে গাড়িতে উঠতেই রাস্তার অপর প্রান্তে অবস্থান নেওয়া অপর একটি গাড়ি থেকে তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালানো হয়।
স্থানীয় সময় সকাল ৯টা ২২ মিনিটে অ্যাবটসফোর্ড পুলিশ গুলিবর্ষণের খবর পায়। ঘটনাস্থলে পৌঁছে তারা গুরুতর আহত অবস্থায় সাহসিকে উদ্ধার করে, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার সময় আশপাশের তিনটি স্কুলকে নিরাপত্তার স্বার্থে ‘শেল্টার-ইন-প্লেস’ নির্দেশনা দেওয়া হয়, তবে কোনো শিক্ষার্থী বা শিক্ষক আহত হননি।
পুলিশ জানিয়েছে, হত্যার তদন্ত চলছে এবং এটি সংগঠিত অপরাধের অংশ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
