Home কানাডা খবর ট্রাম্পের সঙ্গে পুনরায় বাণিজ্য আলোচনায় প্রস্তুত কানাডার প্রধানমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে পুনরায় বাণিজ্য আলোচনায় প্রস্তুত কানাডার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : কানাডার পণ্যের ওপর ওয়াশিংটন অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি করার পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুনরায় আলোচনায় প্রস্তুত রয়েছেন।

ট্রাম্প কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দেওয়ার পর কার্নি সাংবাদিকদের বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে বসতে প্রস্তুত আছি। আমি প্রেসিডেন্টের (ট্রাম্পের) সঙ্গে, আমার সহকর্মীরা তাদের সমকক্ষদের সঙ্গে ওয়াশিংটনের সুবিধাজনক সময়ে বসতে প্রস্তুত আছি।

সোমবার জাপানের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মালয়েশিয়ায় ট্রাম্পের অংশগ্রহণে অনুষ্ঠিত এক আঞ্চলিক শীর্ষ সম্মেলনের ফাঁকে কার্নি এসব কথা বলেন।

তবে কার্নি জানান, কুয়ালালামপুরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার কোনও যোগাযোগ হয়নি।

সূত্র: সিবিসি, সাউথ চায়না মর্নিং পোস্ট, এএফপি

Exit mobile version