Home কানাডা খবর কানাডার মন্দিরে হামলা, ভারত বিরোধী স্লোগান

কানাডার মন্দিরে হামলা, ভারত বিরোধী স্লোগান

অনলাইন ডেস্ক : কানাডার মিসিসাউগাতে গত ১৪ ফেব্রæয়ারি, মঙ্গলবার একটি রাম মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে। পাশাপাশি ভারত বিরোধী কিছু গ্রাফিতিও করে দেওয়া হয় মন্দিরের দেওয়ালে। এই ঘটনায় অভিযোগ উঠেছে খালিস্তানপন্থী এক গোষ্ঠীর বিরুদ্ধে। খবর : ইন্ডিয়া টুডের।

জানা গেছে, যে মন্দিরে এই ঘটনাটি ঘটেছে সেটি একটি রাম মন্দির। এ ঘটনায় টরোন্টোতে অবস্থিত ভারতীয় দূতাবাস তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দূতাবাসের পক্ষ থেকে কানাডা সরকারের কাছে দাবি করা হয়েছে, অপরাধীদের দ্রুত শনাক্ত করে শাস্তি দেওয়া ব্যাবস্থা করতে হবে।

তবে, কানাডার হিন্দু মন্দিরে হামলা এই প্রথম নয়। গত এক বছরে চতুর্থবার ঘটল এমন ঘটনা। এর আগে জানুয়ারি মাসে কানাডার ব্রাম্পটনে একটি হিন্দু মন্দিরে ভারত বিরোধী স্লোগান লেখা হয়। এরপরই ক্ষোভে ফেটে পরে কানাডার হিন্দু সমাজ। দূতাবাস এই বিষয়েও কড়া নিন্দা জানিয়েছিল। দূতাবাসের তরফ থেকে বলা হয়, গৌরিশঙ্কর মন্দিরকে কলুষিত করায় কানাডার হিন্দু অধিবাসীদের ভাবনায় আঘাত করা হয়েছে।

ব্র্যাম্পটনের বিখ্যাত গৌরীশঙ্কর মন্দিরে ভাঙচুর চালানোর পাশাপাশি মন্দিরের গায়ে প্ররোচনামূলক স্লোগান লিখে দেওয়া হয়েছে। ঘটনার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়। দুটি স্লোগানের এখানে লেখা হয়। একটি ‘হিন্দুস্থান মুর্দাবাদ।’ এবং অপরটি, ‘খালিস্তান জিন্দাবাদ।’ জানা যায়, এই ঘটনার পিছনে রয়েছে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী শিখস ফর জাস্টিস বা এসএফজে এবং অন্যান্য খালিস্তানি দল। সংবাদমাধ্যম সূত্রে খবর, মন্দিরে হামলার ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে এসএফজে।

ঘটনার তীব্র নিন্দা করে টরোন্টোর ভারতীয় কনসুলেট জেনারেল জানায়, এই ঘটনায় কানাডায় বসবাসকারী ভারতীয়দের ভাবাবেগে আঘাত লেগেছে। বিশেষ একটি বিবৃতি দিয়ে কানাডার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যেই কানাডার প্রশাসনের কাছে এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তারা। ঘটনার নিন্দা করেছেন ব্র্যাম্পটনের মেয়র প্যাট্রিক ব্রাউন। তিনি পরিষ্কার জানান, ‘কানাডায় এ ধরণের হিংসাত্মক ঘটনার কোনও জায়গা নেই। উপাসনাস্থলে প্রত্যেক মানুষের সুরক্ষিত বোধ করার কথা।’

এর আগেও একাধিকবার কানাডায় হিন্দু মন্দিরের উপর উগ্রবাদী হামলার ঘটনা ঘটেছে। ২০২২ সালের জুলাই মাস থেকে এখনও পর্যন্ত অন্তত ৪ বার দেশটির বিভিন্ন হিন্দু মন্দিরে ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীরা। দেওয়ালে লিখে দেওয়া হয়েছে ভারত-বিরোধী স্লোগানও। বিদ্বেষের শিকার হয়েছেন সেদেশে বসবাসকারী ভারতীয়রাও। কানাডায় হিন্দু মন্দির এবং ভারতীয়দের উপর ক্রমবর্ধমান হামলার ঘটনার তীব্র নিন্দা করে গত সেপ্টেম্বর মাসে বিবৃতি দেয় ভারতের বিদেশ মন্ত্রণালয়।

Exit mobile version