Home কানাডা খবর কানাডা ডাক বিভাগের ক্ষতি ৭৭৯ মিলিয়ন ডলার

কানাডা ডাক বিভাগের ক্ষতি ৭৭৯ মিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক : রেকর্ড পরিমাণ পার্সেল ডেলিভারি বৃদ্ধি সত্তে¡ও ২০২০ সালে কানাডা ডাক বিভাগের ক্ষতি হয়েছে ৭৭৯ মিলিয়ন ডলার। করোনা মহামারির কারণে সৃষ্টি হওয়া বিভিন্ন পরিস্থিতির জন্য এই ক্ষতি হয়েছে বলে দেশটির ডাক বিভাগ কানাডা পোস্ট তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতির একটি বড় অংশ হয়েছে কর্মকর্তা-কর্মচারিদের ভর্তুকি দিতে গিয়ে। অনেকে করোনা আক্রান্ত হয়ে ছুটিতে ছিলেন। তাদের বেতন-ভাতা দিতে হয়েছে। যারা মারা গেছেন তাদের পরিবারকে মোটা অংকের ক্ষতিপূরণ দিতে হয়েছে। এছাড়া যারা কাজ করেছেন তাদের বাড়তি বোনাস দিতে গিয়েও অর্থ ব্যয় হয়েছে। এই খাতগুলোতে প্রায় ২৯২ মিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয় হয়েছে। এছাড়া অনেকে অর্ডার বাতিল করেছেন, অনেকের ঠিকানা পরিবর্তনের ফলে চিঠিপত্র ও পার্সেল ফেরত এসেছে। এসব ক্ষেত্রেও একটি বড় অংকের খেসারত দিতে হয়েছে। আর এইক্ষতির পরিমাণ ২৩০ মিলিয়ন ডলার। করোনা সংক্রমণ রোধে বিভিন্ন এলাকায় লকডাউন ঘোষণা এবং সরকারি অফিস-আদালত, বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে ডাক-বিভাগের রাজস্ব আয় প্রায় ২৪.৩% হ্রাস পেয়েছে।

তবে পার্সেল বিভাগ বিপুল লাভ করেছে। ঘরবন্দি মানুষের বিভিন্ন চাহিদা পূরণের মাধ্যমে এই বিভাগ ২০১৯ সালের তুলনায় প্রায় ৬৯৯ মিলিয়ন ডলার বেশি আয় করেছে। কানাডা পোস্টের একটি পার্সেল কোম্পানি পপুলার ডেলিভারি সার্ভিস চলতি বছর ১৭৬ মিলিয়ন ডলার লাভ করেছে যা গত বছরের তুলনায় ১৫.৪% বেশি। তবে পার্সেল সার্ভিসের এই লাভ সত্তে¡ও ডাক বিভাগের সার্বিক ক্ষতি ছিল ৭৭৯ মিলিয়ন ডলার। সূত্র : রেডিও কানাডা

Exit mobile version